দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কার্তিক মাসের পুর্ণিমা টি উত্তরভারতের বধূদের কাছে বিশেষ উল্লেখযোগ্য। এই দিনটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস রাখেন গৃহবধূরা। সন্ধ্যেবেলায় আকাশে পূর্ণচন্দ্র উঠলে, একটি ছাকনির এপার থেকে একবার চাঁদ আর একবার স্বামী, এভাবে দর্শন করে উপবাস ভঙ্গ করা হয়। আজ উত্তরভারতের মত আমাদের কলকাতাতেও সারম্বরে পালিত হয়েছে দিনটা। আর সেই ছবিই ধরা পড়েছে আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে।