ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি জেলা পুরুলিয়া, প্রধানত আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এখানকার আদিবাসীদের ঘর-বাড়ি, জীবনযাত্রা, প্রাকৃতিক সৌন্দর্য বার বার প্রকৃতি প্রেমিক মানুষদের টেনে এনেছে পুরুলিয়াতে। কোথাও দেখা যায় আদিবাসীদের সুন্দর রঙিন মাটির ঘর, আবার কোথাও গরু, মহিষের দল নিয়ে চলেছে সরল আদিবাসী মানুষগুলো। কোথাও চাষের কাজে ব্যস্ত গ্রামবাসী। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায়না। অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। এখানে গড়ে উঠেছে জাপানি প্রযুক্তিতে তৈরি জলবিদ্যুৎ কেন্দ্র। পাহাড়ের অপরূপ দৃশ্য, জঙ্গলে বন মুরগির আনাগোনা, বার বার আকর্ষণ করবে মোহময়ী পুরুলিয়াতে।
এই পথ যদি না শেষ হয় গোধুলির রঙে রাঙ্গলো হৃদয় এ গভীরে শুধু ডুব সাঁতার বন্যেরা বনে সুন্দর ওই দূর দিগন্তের পারে সোনার বাংলা