পুরুলিয়া মানেই লাল মাটি, পাহাড়, সবুজ আর পাথর কুঁদে তৈরি করা জোয়ান মরদের গায়ের ‘মহুয়া’ গন্ধ মাখা দেহাতী সুবাস। আর রয়েছে পলাশের আগুন মাখা নিরিবিলি নিরালাতে কাজ করে চলা সেই সব অসামান্য শিল্পীরা। যাদের নাম গূগলে নেই। যাদের নাম জিজ্ঞাসা করতে আপনাকে তাদের সাথে দেখা করতে হবে। এমনই এক কাব্যময়তা ফুটে উঠেছে অভিজিত আঢ্য’র ক্যামেরাতে। যেখানে চুপি চুপি চোখে একে একে ভেসে উঠেছে বাংলার গর্ব ছৌ নাচের মুখোশ।