দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাত পোহালেই দেশ জুড়ে একযোগে পালিত হবে ‘পরাক্রম দিবস’। বীর সেনাপতি দেশনায়ক সুভাষ চন্দ্র বোসের ১২৫’তম জন্মজয়ন্তী আগামী কাল। আর সে কারণেই কলকাতার সুভাষ মূর্তিতে পড়ছে রঙের প্রলেপ, শিল্পী নিপুণ শৈলীতে গড়ে তুলছে বালির মূর্তি। আর সেই সব ছবি ধরা পড়েছে দ্য ক্যালকাটা মিরর ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে। দেখুন সেসব দৃশ্য: