দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ সালের ১৬ আগস্ট রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চল্লিশ তম ফুটবলপ্রেমী দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন বাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ও আইএফএ কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই অনুষ্ঠানে ফুটবলপ্রেমীরা রক্তদানও করেন। কুন্তল চক্রবর্তীর ক্যামেরায় ধরা পড়লো তারই কিছু মুহূর্ত।