দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রত্যেক বছর ছট পূজোতে শহরের বহু জলাশয় দূষিত হয়। এই পূজার বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করতে গিয়েই এই দূষণ হয়। সেই কারণেই এবার জল দূষণ আটকাতে কৃত্রিম জলাশয় বানানো হয়েছে নিউ টাউনে। ভক্তরা আজ এই জলাশয়ের মধ্যেই আচার অনুষ্ঠান পালন করছেন।













