করোনা আবহে এবার সর্বত্রই ‘শুনশান’ ভাব। তার মধ্যেও শেষ লগ্নে পৌঁছে গিয়েছে দুর্গা পূজা প্রস্তুতি। আমাদের উত্তর ২৪ পরগনার সল্টলেকে প্রতিবারের মত এবারেও চলছে পূজা প্রস্তুতি। তারই কিছু ঝলক ফুটে উঠেছে আমাদের ব্যুরো ক্যামেরাপার্সন কুন্তল চক্রবর্তির ক্যামেরাতে