এবারের দুর্গা পূজা কিছুটা অন্যরকম। মাস্ক, স্যানিটাইজার, সোসাল দূরত্ব বজায় রেখে পুজো দেখাতেও রয়েছে আশঙ্কার ঘন মেঘ। থিমের পুজো কম হলেও যারা সুযোগ পাচ্ছেন তারা কিন্তু চারদিক খোলা মাঠেই গড়ে তুলেছেন তাদের কল্পনার দুর্গ। এই যেমন সল্টলেকের AK ব্লক আর কেষ্টপুরের প্রফুল্লকানন (পশ্চিম) আদিবাসীবৃন্দের দুর্গা পূজা। বৈভবে আলাদা হলেও ভাবনায় কিন্তু কাছাকাছি এই দুই ক্লাবের দুর্গা পূজা। আমাদের ব্যুরো স্থির চিত্র শিল্পী কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে ধরা পড়ল এই দুই ক্লাবের পূজা প্রস্তুতি। দেখে নিন একে একে।