দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ দুবাইয়ে ডাবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে পাঞ্জাবকে প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ দেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মায়াঙ্ক আগরওয়াল না থাকা সত্ত্বেও আজও ক্রিস গেইলকে ওপেনিংয়ে নিয়ে আসেননি রাহুল।
সুযোগ দেওয়া হয় মনদীপ সিংহকে। কিন্তু আজও ব্যার্থ হন তিনি। মাত্র ১৭ রানে সন্দীপ শর্মার বলে রাশিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে।
তিন নম্বরে নেমে গতদিনের মতো আজও দুটি চার ও ১টি ছয় তুলে নিয়ে বিধ্বংসী শুরু করেন ইউনিভার্স বস। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। হোল্ডারের বলে বড় শট নিতে গিয়ে সীমানার ধারে ক্যাচ দিয়ে ২০ রানেই ফিরতে হয় তাকে। চাপের মুখে মাত্র ২৭ রানে রশিদের গুগলিতে বোল্ড হন রাহুলও।
ফলে সমস্ত দায়িত্ব এসে পড়ে ম্যাক্সওয়েল এবং পুরানের কাঁধে।কিন্তু মরশুমের বাকি ম্যাচগুলির মত আজও পাঞ্জাবের ভরসার মর্যাদা রাখতে পারেননি ম্যাক্সওয়েল। ১২ বলে ১২ রান করে দায়িত্বহীন শট খেলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রশিদের ঘুর্নির সামনে আজ দাঁড়াতে পারেননি দীপক হুডাও। ফলে মাত্র ৮৮ রানেই নিজেদের অর্ধেক দল হারিয়ে ফেলে পাঞ্জাব।
নিজের নির্ধারিত চার ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে নিজের কোটা শেষ করেন রাশিদ।অন্যপ্রান্তে লাগাতার উইকেট পতনের জেরে ক্রিজে একা হয়ে পড়েন পুরান।কিছুটা সঙ্গ দেবার চেষ্টা করলেও ৭ রানেই হোল্ডারের বলে ফিরতে হয় জর্ডনকেও।
১৯ তম ওভারে বিজয় শংকরের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মুরুগান অশ্বিনও।শেষপর্যন্ত নিকোলাসের ৩২ রানের সাবধানী ইনিংসের দৌলতে কিছুটা মান বাঁচলেও মাত্র ১২৬ রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস।
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর সামনে এই রান যে মোটেই যথেষ্ট নয় এ নিয়ে কোন সন্দেহ নেই।