দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুক্রবার দুপুরে হৃদরোগজনিত সমস্যার কারণে দিল্লির এক হাসপাতালে ভর্তি করতে হয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে।খবর শুনে মন খারাপ হয়ে গিয়েছিল সকলেরই। ক্রিকেট ফ্যান থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় সকলে এই মহাতারকার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন।
বিকেলের দিকে আসে প্রথম সুসংবাদ। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এখন অনেকটাই সুস্থ বোধ করছেন কপিল। মূলত এনজিওপ্লাস্টির জন্যই এই হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তবে এখন তার শরীর অনেকটাই সংকটমুক্ত। আর সেই কারণেই নিজের শুভাকাঙ্খীদের টুইট করে ধন্যবাদ জানালেন বিশ্ব বিখ্যাত ক্রিকেটার।
শনিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আপনাদের সকলের ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ। এত শুভেচ্ছা বার্তা দেখে আমি সত্যিই উচ্ছ্বসিত। এখন আমার শরীর অনেকটাই সুস্থতার পথে। “
মহাঅষ্টমী তিথিতে আসা এই আনন্দ সংবাদ নিশ্চয়ই খুশি করবে সমস্ত ক্রিকেটভক্তদের।