দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের ডবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।
ব্যাটিং করতে নেমে ডিভিলিয়ার্সের ৩৯ এবং কোহলির ৫০ রানের দৌলতে ব্যাঙ্গালোরের ইনিংস স্থিতিশীলতা পেলেও তেমন দ্রুততা পায়নি। ফলতো নির্ধারিত কুড়ি ওভারে চেন্নাইয়ের সামনে মাত্র ১৪৬ রানেরই লক্ষ্যমাত্রা খাড়া করতে পারে তারা।
জবাবে ব্যাট করতে নেমে মারমুখী শুরু করেন ডুপ্লেসি এবং ঋতুরাজ গাইকওয়ার্ড। ১৩ বলে ২৫ রানের ছোট্ট ক্যামিও খেলে মরিসের বলে ডুপ্লেসি সাজঘরে ফিরলেও আজ বুদ্ধিমত্তার সাথে ইনিংস এগিয়ে নিয়ে চলেন ঋতুরাজ এবং অম্বতি। মূলত তাদের মারমুখী ব্যাটিংয়ের দৌলতেই ১০ ওভারে ৮২ রানে পৌঁছে যায় চেন্নাই।
ক্রিজে সেট হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানের পক্ষে বাকি রান তুলে নেওয়া ছিল সময়ের অপেক্ষা।কিন্তু ১৪ তম ওভারে মাত্র ২৭ বলে তিনটি চার ও দুটি ছয় সহযোগে অসাধারণ ৩৯ রানের মারমুখী ইনিংস খেলে চাহালের বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় রাইডুকে। ফলে ম্যাচ শেষ করার দায়িত্ব এসে পড়ে তরুণ ঋতুরাজ এবং ধোনির কাঁধে। গত কয়েকটি ম্যাচে সুযোগ সেভাবে কাজে লাগাতে না পারলেও আজ অধিনায়ক ধোনির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ঋতুরাজ গাইকোয়ার্ড। মাত্র ৪২ বলে তিনটি চার ও দুটি দুরন্ত ছয়ের সাহায্যে নিজের প্রথম আইপিএল অর্ধশতক পূর্ণ করেন তিনি।
আজ পরিস্থিতি অনেকটাই সহজ ছিল ধোনির জন্যেও।রানরেটে চাপ না থাকায় ১৫ তম ওভারে ক্রিস মরিসের বলে স্বকীয় ভঙ্গিমায় পরপর দুটি বাউন্ডারি তুলে নেন তিনি। ফলে পাঁচ ওভার বাকি থাকতেই জয়ের সুগন্ধ পেতে শুরু করে চেন্নাই।
শেষ পর্যন্ত ঋতুরাজের অপরাজিত ৬৫ এবং ধোনির ১৯ রানের ক্যামিওর দৌলতে ১০ বল বাকি থাকতেই ৮ উইকেটে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় তারা।যদিও এই জয়ের ফলে শেষ চারে পৌঁছাতে পারবে না চেন্নাই কিন্তু ব্যাঙ্গালোরের প্লে অফসে পৌঁছানোর পথ কিছুটা জটিল করল তারা।