দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়েলস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক কিরণ পোলার্ড।
তবে শুরুটা মোটেই ভাল হয়নি মুম্বাইয়ের জন্য। প্রথম ওভারেই জোফরা আর্চারের বলে মাত্র ৬ রানে বোল্ড হয়ে ফিরে যান নির্ভরযোগ্য গোড়াপত্তনকারী ব্যাটসম্যান কুইন্টন ডিকক। অন্যপ্রান্তে চোটের কারণে রোহিত শর্মা না খেলায় আজও ওপেনিংয়ে এসেছিলেন ঈশান কিশান। তার সাথে আজ যোগ্য সঙ্গত দেন সূর্যকুমার যাদবও।একদিকে ঈশান কিশান যখন সময় নিয়ে পার্টনারশিপ গড়ে তোলার দিকে মনোযোগ দেন, অন্য প্রান্তে আক্রমণাত্মক শট খেলে রানের গতি বজায় রাখেন সূর্যকুমার।
বিশেষত অঙ্কিত রাজপুত এবং কার্তিক তিয়াগীর উপর বিশেষ আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি।তবে রেহাই পাননি স্পিনাররাও।অনায়াস ভঙ্গীমায় এগিয়ে এসে স্পিনের বিরুদ্ধে যেভাবে একের পর এক ইনসাইড-আউট ড্রাইভ খেলেন তিনি, তা সত্যিই অনবদ্য।অন্যপ্রান্তে তৎপর ছিলেন ঈশান কিশানও। বিশেষত শর্ট বলের বিরুদ্ধে আজ মন খুলে কাট এবং পুল খেলেন তিনি। কিন্তু আর্চারের অনন্য ক্যাচের দৌলতে ৩৬ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৭ রানের ইনিংস খেলে কার্তিক তিয়াগীর বলে সাজঘরে ফিরতে হয় তাকে।
অসাধারণ শুরু করলেও শেষ করতে পারেননি সূর্য কুমার যাদব। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে শ্রেয়স গোপালের বলে ফিরে যেতে হয় তাকে। একই ওভারে মাত্র ৬ রানে বোল্ড করে তিনি ফিরিয়ে দেন অধিনায়ক পোলার্ডকেও।
পরপর উইকেট হারানোর ফলে বড় ধাক্কা লাগে মুম্বাইয়ের ইনিংসে এবং বড় স্কোর খাড়া করার সমস্ত দায়িত্ব এসে পড়ে অভিজ্ঞ হার্দিক পান্ডে এবং সৌরভ তিওয়ারির উপর। মরশুমের শুরুতে ভালো প্রদর্শন করলেও চোটের কারণে বাইরে চলে যেতে হয়েছিল সৌরভকে। তবে আজ পাওয়া সুযোগের সম্পুর্ন ফায়দা তোলার চেষ্টা করেন তিনি। বিশেষত ১৬ তম ওভারে আর্চারের ওভারে পরপর যেভাবে তিনটি বাউন্ডারি তুলে নেন তিনি তা সত্যিই অনবদ্য। অন্যপ্রান্তে একবার পাওয়া জীবনদানের ফায়দা তোলেন হার্দিক পান্ডেও। ১৮ তম ওভারে অঙ্কিত রাজপুতের বলে পরপর চারটি ছয় তুলে নিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ৩৪ রান করে আর্চারের বলে সৌরভ আউট হলেও নিজের কাজ শেষ করে দিয়ে গিয়েছিলেন তিনি।
সেইসব আরে কার্তিক তিয়াগীর বলে পরপর দুটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি তুলে নিয়ে মাত্র ১৯ বলে নিজের বিধ্বংসী অর্ধশতক পূর্ণ করেন হার্দিক পান্ডে।
শেষ পর্যন্ত তার অপরাজিত ৬০ রানের দৌলতেই রাজস্থানের সামনে ১৯৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা খাড়া করে মুম্বাই