দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের দ্বিতীয় ডাবল হেডারে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়েলস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক কিরণ পোলার্ড।
সিদ্ধান্ত যে একেবারেই সঠিক তা প্রমাণিত হয় হার্দিক পান্ডে এবং সূর্য কুমার যাদবের ব্যাটের গুনে। মূলত হার্দিকের অপরাজিত ২১ বলে ৬০ এবং সূর্য কুমার যাদবের ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতেই ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে মুম্বাই। ৩৭ ও ৩৪ রানের সুন্দর ইনিংস খেলে আজ ভাল সঙ্গ দেন ঈশান কিশান এবং সৌরভ তিওয়ারিও।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাটিনসনের দুরন্ত বলে মাত্র ১৩ রানে উথাপ্পাকে হারায় রাজস্থান। তবে আজ ভালো টাচে ছিলেন বেন স্টোকস। তৃতীয় ওভারে বোল্টের বলে সুন্দর টাইমিংয়ে পরপর তিনটি বাউন্ডারি তুলে নেন তিনি। কিন্তু আজ ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি অধিনায়ক স্টিভ স্মিথ। মাত্র ১১ রানে জেমস প্যাটিনসনের বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকেও। তবে অন্য প্রান্তের উইকেট
পতন কোন প্রভাব ফেলতে পারেনি বেন স্টোকসের ওপর। ক্রুণালের বলে একবার জীবনদান পেলেও নিজের আক্রমণাত্মক মেজাজ আজ এক মুহূর্তের জন্যেও ছাড়েননি তিনি। মাত্র ২৮ বলে নটি চার ও একটি দুরন্ত ছয়ের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি।
অন্যপ্রান্তে বুদ্ধিমত্তার সঙ্গে ভালো সঙ্গ দিতে শুরু করেন স্যামসনও। বিশেষত লেগস্পিনার রহুল চাহারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। মাত্র ২৭ বলে চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে নিজের বিধ্বংসী অর্ধশতক পূর্ণ করেন তিনি। ফলে জয়ের থেকে ক্রমশ দূরে চলে যেতে থাকে মুম্বাই।
নিজের অর্ধশতক পূর্ণ করার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বেন স্টোকসও।বোল্ট, প্যাটিনসনের মতো অভিজ্ঞ বোলারকেও আজ তার সামনে অসহায় মনে হয়। মাত্র ৫৯ বলে তেরোটি চার ও তিনটি ছয় সহযোগে নিজের শতরান পূর্ণ করেন তিনি।
তাদের এই দুধর্ষ ব্যাটিংয়ের জেরেই কঠিন ম্যাচে জয় তুলে নেয় রাজস্থান। শেষ পর্যন্ত স্টোকস অপরাজিত থাকেন ১০৭ রানে এবং ১৫১ রানের এই পার্টনারশিপে স্যামসান যোগ করেন ৫৪ রান