দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে শারজার ময়দানে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। বর্তমানে ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে রয়েছে চতুর্থ স্থানে। একই সংখ্যক ম্যাচ খেলে কিংস ইলেভেন এর সংগ্রহ ১০ পয়েন্ট। লীগ টেবিলে তারা এখন রয়েছে পঞ্চম স্থানে। তাই শেষ চারের ভাগ্য নির্ধারণে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আজকের ম্যাচ। বিশেষত কাল রাজস্থান এবং চেন্নাইয়ের জয়লাভের পর আরো অনেকটাই জটিল হয়েছে লিগ টেবিলের সমীকরণ।
আজকের ম্যাচের ক্ষেত্রে পাঞ্জাব যদি মায়াঙ্ক আগারওয়ালকে ফিরে না পায়, তবে ওপেনিংয়ে যে একটা বড় ধাক্কা লাগতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। সে ক্ষেত্রে মনদীপ সিংহের বদলে ক্রিস গেইলকে ওপেনিংয়ে আনা যায় কিনা সে নিয়ে ভাবতে হবে পাঞ্জাব শিবিরকে। কারণ ম্যাচের শুরুতে দু-একটা বল দেখে নিয়ে তারপরেই বড় শট খেলতে ভালোবাসেন ইউনিভার্স বস। তাই তিনি ওপেনিং এলে উপকার হতে পারে পাঞ্জাবের। অন্যপ্রান্তে ভালো ফর্মে রয়েছেন নিকোলাস পুরান, তাই মিডিল অর্ডারে তার সাথে মনদীপ সিংহের মত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে পেলে সুবিধা হবে পুরানেরও। পাঞ্জাবের উইক-লিঙ্ক একমাত্র ম্যাক্সওয়েল, গোটা মরশুম ধরেই তেমন ভাবে সফল হতে পারেননি তিনি।
বোলিংয়ের ক্ষেত্রে ক্রিস জর্ডন আসার ফলে শামির চাপ অনেকটাই কমেছে। ভালো প্রদর্শন করছেন অর্শদীপ সিংহ, রবি বিশনোই, মুরুগান অশ্বিনের মতো তরুণ বোলাররাও। গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে বোলারদের অবদান মোটেই অস্বীকার করা যায় না। তাই আজও শারজায় বোলারদের কাছে নিয়ন্ত্রিত প্রদর্শন আশা করবে পাঞ্জাব শিবির।
অন্যপ্রান্তে গত ম্যাচে যেভাবে প্রদর্শন করেছে কলকাতা, একই প্রদর্শন বজায় রাখলে চাপে পড়তে হতে পারে পাঞ্জাব শিবিরকে। গত ম্যাচে সুনীল নারিন এবং নিতিশ রানা একা হাতে এনে দিয়েছিলেন বিশাল স্কোর। কলকাতা অবশ্যই আশা করবে আজও শারজার ছোটো মাঠে একই রকম সফল হবেন তারা। তবে আজ সাথ দিতে হবে রাহুল ত্রিপাঠী, শুভমান গিল এবং ইয়ন মর্গ্যানকেও। চোট সারিয়ে রাসেল যদি প্রথম একাদশে ফেরেন তাহলে ডাগআউটে কাকে বসানো হবে সে নিয়েও চিন্তা থাকবে কেকেআরের।
বোলিংয়ের ক্ষেত্রে লকি ফার্গুসন, প্যাট কামিন্সরা প্রতিভার ঝলক দেখিয়েছেন গত ম্যাচগুলিতে। তবে দিল্লির বিরুদ্ধে যেভাবে একা হাতে ম্যাচের অভিমুখ বদলে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী, আজকের ম্যাচেও ট্রামকার্ড হয়ে উঠতে পারেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল): শুভমান গিল,সুনীল নারিন , নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, লকি ফার্গুসন, প্যাট কামিন্স/আন্দ্রে রাসেল,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল/মনদীপ সিংহ,ক্রিস গেইল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল, অর্শদীপ সিংহ ,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, ক্রিস জর্ডন ,মহম্মদ শামি।