দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ডিসেম্বরে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলের নির্বাচন ছিল আজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য ভারতের দল বেছে নেন জাতীয় নির্বাচকরা।
আইপিএলে ভালো ফর্মে থাকলেও টেস্ট সিরিজের কামব্যাক করতে পারলেন না শিখর ধাওয়ান। অন্যদিকে চোটের কারণে বাইরে রোহিত শর্মা তাই তাকে ছাড়াই ডিসেম্বরে অস্ট্রেলিয়া যেতে হতে পারে ভারতীয় দলকে। আইপিএলে ভালো পারফর্মেন্সের কত গুরুত্ব রয়েছে তা আরেকবার বোঝা গেল বরুণ চক্রবর্তীর ভারতীয় দলে সুযোগ পাওয়ার ঘটনায়। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে পাঁচটি উইকেট তুলে নিয়ে জাতীয় নির্বাচক দের নজর যে তিনি কেড়ে নিয়েছেন এতে কোন সন্দেহ নেই। অন্যদিকে দলে ফিরলেন সঞ্জু স্যামসন এবং বাইরে বসতে হলো ঋষভ পন্তকে।অবশ্য টেস্ট স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্থান মিলেছে তার। বোলারদের মধ্যে ধরে কামব্যাক করেছেন কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুর।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ।
ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, কে এল রাহুল ( সহ অধিনায়ক ও উইকেট কিপার ), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।