দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সন্ধ্যায় দুবাইয়ে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে সানরাইজেস হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ। বিশেষত দিল্লি ক্যাপিটালস চাইবে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে লীগ টেবিলের প্রথম কোয়ালিফায়ার হিসেবে নিজেদের নাম লিখে দিতে। অন্যদিকে হায়দ্রাবাদের জন্য আজকের ম্যাচ ডু অর ডাই। বিশেষত কলকাতার বিরুদ্ধে কাল পাঞ্জাব জয়লাভ করায় লীগ টেবিলের দরজা খুলে গেছে সকলের জন্যই। তাই আগামী সবকটি ম্যাচ যদি হায়দ্রাবাদ জিতে নিতে পারে এবং শেষ দুই ম্যাচের একটি যদি হেরে যায় পাঞ্জাব ও কলকাতা। তাহলে নেট রান রেটের কারনে শেষ চারে পৌঁছে যাবার যথেষ্ট সুযোগ রয়েছে হায়দ্রাবাদের।
সুতরাং আজকের ম্যাচে হায়দ্রাবাদ চাইবে নিজেদের শ্রেষ্ঠ প্রদর্শন করুক ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো এবং জেসন হোল্ডার। ব্যাটিংয়ের ক্ষেত্রে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে মনিশ পান্ডেকেও। অপরপক্ষে আজ উইলিয়ামসনকে আবার দলে দেখা যাবে কিনা প্রশ্ন উঠেছে সেই নিয়েও।বিশেষত গত ম্যাচের ব্যাটিং ধ্বসের পর উইলিয়ামসনের মত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে বাইরে রাখতে চাইবে না তারা।
অবশ্যই বোলিংয়ের ক্ষেত্রে জেসন হোল্ডার আসার পরে অনেকটাই বেড়েছে অভিজ্ঞতা, চাপ কমেছে রাশিদ খানের ওপর থেকেও। তবে মাত্র চার জন বিদেশি খেলাতে পাড়ার সমস্যায় এখন জর্জরিত হায়দ্রাবাদ।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে উঠেছে তাদের ফর্ম। উপরে শিখর ধাওয়ান গত কয়েকটি ম্যাচের সুন্দর ইনিংস খেললেও পরপর ব্যর্থ হয়েছে মিডিল অর্ডার। শ্রেয়াস আইয়ার, রিষভ পান্থ, সিমরান হেটমায়ার কেউই তেমন ভাবে নায়ক হয়ে উঠতে পারেননি। তাই শুরুতে অসাধারণ প্রদর্শন করলেও এখন ক্রমাগত হারের সম্মুখীন হতে হচ্ছে দিল্লিকে। আজকের ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারের তালিকায় নিজেদের নাম নিশ্চিতভাবে নথিভূক্ত করাতে চাইলে অবশ্যই শিখর ধাওয়ানের পাশাপাশি এগিয়ে আসতে হবে অন্য কোন নায়ককে।
গতম্যাচে বোলিং হতাশাজনক হলেও বোলিং নিয়ে তেমন চিন্তার কিছু নেই দিল্লির। নকিয়া-রাবাডা জোরে বোলিংয়ের বিভাগ তো সামলাচ্ছেনই সাথে সাথে স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন অশ্বিন এবং আক্সার। আজ দুবাইয়ের স্পিন-সহায়ক উইকেটে আশা করাই যায় বিপক্ষের জয়ের পথে যথেষ্ট কাঁটা ছড়িয়ে দিতে পারবেন তারা।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ/অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার/অ্যালেক্স ক্যারি,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে।