দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক সময় তাকে ভাবা হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরি হিসেবে। নির্বাচক এমএসকে প্রসাদ থেকে শুরু করে রবি শাস্ত্রী অবধি পান্থে মজেছিলেন সকলেই। কিন্তু এখন ভারতীয় দলে জায়গা নেই সেই পান্থেরই। আইপিএলে পারফরমেন্স যে তার খারাপ হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে তাকে বাদ দেওয়া হলে অন্য কারনে। নির্বাচকদের মতে, অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলেছেন পান্থ। ফিটনেসের অভাব পরিস্কার লক্ষণীয়, তার চেহারায়। এ নিয়ে আগেও তাকে সতর্ক করেছিলেন জাতীয় নির্বাচকরা। তাই এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের বাইরে রেখে সতর্ক করে দেওয়া হলো এই যুবা উইকেট কিপারকে।
সান্তনা পুরস্কারের মত টেস্ট দলে উইকেটকিপার হিসেবে জায়গা মিললেও সেখানেও প্রথম সুযোগ বাংলার ঋদ্ধিমান সাহার। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, দ্বিতীয় উইকেট কিপার হিসেবে পান্থকে এই সুযোগ দেওয়া আসলে তাকে এটা মনে করিয়ে দেওয়া যে, নির্বাচকদের নজরে রয়েছেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের অভাব হলে তা মোটেই গ্রাহ্যের মধ্যে আনবেনা দল। নির্বাচক থেকে অধিনায়ক সকলের কাছে ফিটনেসের গুরুত্ব কী পরিমাণ বিরাট কোহলি একথা নানান মিডিয়ায় বারবার জানিয়েছেন। তাই জাতীয় নির্বাচকদের সিদ্ধান্ত মোটেই বিস্ময়কর কিছু নয়।