দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পরের বছর কি আর সিএসকে হলুদ জার্সিতে দেখা যাবে ধোনিকে?এবছর মরশুম খারাপ যাওয়ার পর এই স্বাভাবিক প্রশ্ন উঠেছিল অনেকের মনেই। তাছাড়া যেভাবে সতীর্থদের মধ্যে নিজের জার্সি বিলিয়ে দিচ্ছিলেন মাহী, তা দেখে অনেকেই মনে করছেন যে এটাই হতে পারে ধোনির শেষ আইপিএল। এ বিষয়ে ধোনির তরফ থেকে কোনো মন্তব্য না এলেও একটা স্বাভাবিক প্রশ্ন উঠেছিল, সিএসকে ম্যানেজমেন্ট হয়তো পরের বছরের জন্য আর রাখতে চাইবেন না ধোনিকে।
আইপিএলে এমন ঘটনাও ঘটেনি তা নয়, পরপর খারাপ পারফরম্যান্সের জন্য কেকেআর থেকে বাদ পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেটের মহাতারকা সৌরভ গাঙ্গুলীকে। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ক্রিকেটারের পক্ষে আইপিএলের মত মারাত্মক প্রতিযোগিতামূলক খেলায় টিকে থেকে পারফরম্যান্স করে যাওয়া অনেক সময় সম্ভব হয়না। সেই কারণে অনেককেই সরে যেতে হয়। তবে এ বিষয়ে ধোনির মন্তব্য সামনে না এলেও এবার সিএসকে টিম ম্যানেজমেন্টের হয়ে মুখ খুললেন কাশী বিশ্বনাথন
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে শ্রী বিশ্বনাথন বলেন , “হ্যাঁ, অবশ্যই। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, ধোনি ২০২১ আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবে। ও আমাদের তিনটি আইপিএল ট্রফি এনে দিয়েছে। এই প্রথমবার আমরা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছি। অন্য কোনও দলের এমন ধারবাহিকতা নেই। একটা খারাপ মরশুম মানে এই নয় যে, অপনাকে সবকিছু বদলে দিতে হবে।”