দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার করোনার-হানা খোদ ভারতীয় দলের অন্দরমহলে। অস্ট্রেলিয়া সফরগামী ভারতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজিত হয়েছে দুবাইতে।কিন্তু সেই শিবির শুরু হবার আগেই ভারতীয় দলের এক সদস্য কোভিড পজেটিভ বলে খবর।
সূত্র অনুযায়ী ভারতীয় দলের সাপোর্ট স্টাফ তথা থ্রোডাউন স্পেশালিস্ট ডি রাঘবেন্দ্র করোনা আক্রান্ত হয়েছেন। রবিবারই দুবাইয়ে পৌঁছে দলের সাথে যোগ দেবার কথা ছিল। কিন্তু বর্তমান পরিবর্ত পরিস্থিতিতে তিনি এখন রয়েছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে। ১৪ দিনের এই কোয়ারেন্টাইন পর্ব শেষ হলে যদি তার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে, তবেই তাকে আমিরশাহী উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই এই মুহূর্তে আরব আমিরশাহী আইপিএল খেলছেন। যারা আইপিএলে ছিলেন না যেমন হনুমা বিহারি, চেতেশ্বর পুজারা- তাদেরও উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় শিবিরের জন্য। আগেই দুবাই গিয়ে পৌঁছেছেন হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।
আগামী ডিসেম্বরে অজি সফরের জন্য নির্বাচকরা টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করেছেন আগেই। দুবাই থেকেই দীর্ঘ দুমাসের সফরের জন্য চ্যাটার্ড ফ্লাইটে উড়ে যাবে দল।