দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলে দুবাইয়ের ময়দানে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি এবং হায়দরাবাদ।টসে জিতে আজ প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
অধিনায়ক আইয়ারের সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা ব্যাট করতে নেমেই প্রমাণ করে হায়দ্রাবাদ। মূলত ঋদ্ধিমান সাহার বিধ্বংসী ৮৭ এবং ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ৬৬ রানের দৌলতে নির্ধারিত পুরি ওভার শেষে ২১৯ রানে পৌঁছায় তারা। অবশ্য ৪৪ রানের সুন্দর ক্যামিও খেলে ভাল সঙ্গ দেন মনিশ পান্ডেও।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সন্দীপ শর্মার বলে শিখর ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। আজ তেমন সঙ্গ দিতে পারেননি মার্কাস স্টয়নিসও।ব্যক্তিগত ৫ রানে শাহবাজ নাদিমের শিকার হন তিনি। রাহানে এবং হেটমায়ার কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও একই ওভারে দু’জনকেই ফিরিয়ে ম্যাচের অভিমুখ বদলে দেন রশিদ খান।
আজ উল্লেখযোগ্য যোগদান রাখতে পারেননি অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। বিজয় শংকরের বলে উয়িলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৭ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। তবে ওয়ান ম্যান আর্মির মত আজ একদিকে দাঁড়িয়েছিলেন রিষভ পান্ত। অন্যদিকে ক্রমাগত উইকেট পতনের পরেও আজ এক প্রান্তে মাটি কামড়ে ছিলেন তিনি।
কিন্তু শেষ অবধি ৩৫ বলে তিনটি চার ও একটি ছয় দ্বারা সাজানো ৩৬ রানের ইনিংস খেলে সন্দীপ শর্মার বলে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকেও। সাথে সাথেই ভেঙে পড়ে দিল্লির সমস্ত প্রতিরোধ।
১৯ ওভারে মাত্র ১৩০ রানেই অলআউট হয়ে যায় তারা।হায়দ্রাবাদের হয়ে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন রাশিদ খান। এই জয়ের ফলে আপাতত লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল তারা।