দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সময়ের সাথে একসময় আন্তর্জাতিক খেলা ছাড়তে হয় সব কিংবদন্তিকেই। ব্যতিক্রম হয়নি ধোনির ক্ষেত্রেও। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর সবুজ মাঠ থেকে নিরবে বিদায় নিয়েছেন তিনি। কিন্তু এই বিশ্বকাপজয়ী অধিনায়কের যোগদান ভুলে যায়নি সমর্থকরা। তাই সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে ধোনি ফ্যানেদের দল। আর নিজেদের প্রিয় “থাল্লা”কে ভালোবাসা জানাতেই সবসময়ই কোনো-না-কোনো অভিনব পন্থা বের করেন তারা।
এবার সামনে এলো এমনই এক চেন্নাই তথা ধোনিভক্তের কথা। আইপিএল সিএসকের হয়ে অসাধারণ পারফরম্যান্সের দৌলতে চেন্নাই এখন সেকেন্ড হোম ধোনির। আর সিএসকে ফ্যানেরা মাহিকে শ্রদ্ধা জানাতে নানান কর্মকাণ্ডের আয়োজন যে করবেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এমনই এক ফ্যান তামিলনাড়ুর আর আরাংগুরের গোপিকৃষ্ণন। অভিনব উপায়ে তিনি ভালোবাসা জানিয়েছেন তার প্রিয় তারকাকে।প্রায় দেড় লক্ষ টাকা খরচা করে নিজের বাড়ির রং তিনি সম্পূর্ণ বদলে ফেলেছেন সিএসকের জার্সির হলুদ রঙে। আর দেওয়াল জুড়ে রয়েছে প্রিয় তারকা মহেন্দ্র সিংহ ধোনির ছবি। শুধু তাই নয় বাড়িতে ঢোকার মুখেই দেখা যাবে একটি লেখা “ধোনি ফ্যানের বাড়ি”।
এই অভিনব উপায়ে মাহিকে শ্রদ্ধা জানানোয় সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা যে উচ্ছ্বসিত হবেন এতে তো কোনো সন্দেহ ছিলনা। কিন্তু মুগ্ধ স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনিও। সিএসকের পক্ষ থেকে জারি করা টুইটারের এক ভিডিও বার্তায় উচ্ছ্বসিত মাহি বলেন,” উনি যা করেছেন তার জন্য গোটা পরিবারের অনুমতি দরকার হয়। সবাই রাজি হলে তবেই এটা করা সম্ভব। তাই গোটা পরিবারকেই ধন্যবাদ জানাবো আমাকে এবং সিএসকেকে এত ভালোবাসার জন্য। এরাই সিএসকের সবচেয়ে বড় ফ্যান।