দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটে এক সময় ভারতীয় ফ্যাভফোর ছিলেন শচীন-সৌরভ-দ্রাবিড় এবং লক্ষণ। এখনো সারা বিশ্বের বিগফোর বলতে সকলেই চেনে ভারত অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে।এবার সেই বিগ ফোরের অংশ জো রুটের ঘোষনা করলেন তার প্রিয় তিন ক্রিকেটারের নাম। নিজেকে বিগ ফোরের অংশীদার হিসেবে তিনি মানতে চান না। তার মতে ভারত অধিনায়ক কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উয়িলিয়ামসন হলেন এই মুহুর্তের সেরা তিন ব্যাটসম্যান।
বিশেষত তিনটি ফরম্যাটে যেভাবে রান করেছেন কোহলি ও স্মিথ তাঁর প্রশংসা করে রুট বলেন, ‘আমি অন্যদের সঙ্গে নিজের তুলনা করি না। বর্তমানে আমরা কথা বলছি এমন তিন ব্যাটসম্যানকে নিয়ে, কোহলি-স্মিথ-উইলিয়ামসন এই খেলাটির ইতিহাসর সেরাদের মধ্যে আছেন। তাদের খেলা আমি প্রচুর দেখি। তারা কিভাবে ইনিংস বড় করে, কিভাবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে, সেগুলো লক্ষ্য করি। তাদের দেখে শেখার জন্য তারা সত্যিই অসাধারণ ব্যাটসম্যান। তাই তাদের কাতারে নিজেকে রাখবো কি-না আমি নিশ্চিত নই’।
আরও যোগ করে রুট বলেন, ‘স্মিথের ব্যাটিং দেখতে মাঝে-মাঝে খুবই বিরক্ত লাগে। তারপরও সে বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। তার আত্মবিশ্বাস কতটা প্রবল, তা ফুটে ওঠে তার ব্যাটিং গভীরতায়। বড় ইনিংসের জন্য তার ক্ষুধা অনেক বেশি’।