দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আচমকাই পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি বার্তামেউ। তাকে ঘিরে মতবিরোধ এবং জল্পনার অন্ত ছিল না। দলের একের পর এক বর্ষিয়ান ফুটবলার প্রকাশ্যে সমালোচনা করেছেন তার। শুধু তাই নয় ১২ বছরের প্রথম ট্রফি শূন্য অবস্থায় মরশুম শেষ করার পর সরে দাঁড়াতে চেয়েছিলেন তাদেরই ফুটবল ক্লাব লা মাসিয়া থেকে উঠে আসা মেসিও। আগের মরশুমেও দল ছাড়তে চেয়েছিলেন তিনি আর তার প্রধান কারণ ছিল বার্তামেউ।
তাই এবার প্রেসিডেন্ট অনাস্থা ভোটের অপেক্ষা না করেই নিজেই পথ থেকে সরে দাঁড়ালেন বার্তামেউ। বলা যায় ধীরে ধীরে একপ্রকার একঘরে হয়ে পড়েছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মিটিংয়ের পর বার্সেলোনার বাকি বোর্ডকর্মকর্তারাও পদত্যাগ করেছেন বার্তামেউয়ের সঙ্গে।
বর্তমান পরিস্থিতিতে এবার নতুন এক্সিকিউটিভ বোর্ড গঠনের আগে ক্লাব দেখাশোনার দায়িত্ব দেয়া হবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে। আগামী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত করতে হবে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষকে। কোচ বদল, নানান আভ্যন্তরীণ মতবিরোধ, ফুটবলারদের বেতন কেন্দ্রিক অব্যবস্থা সংক্রান্ত নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন জোজেফ মারিয়া বার্তামেউ। ফলো একদিক থেকে দেখতে হলে সরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না তাঁর।