দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ হয়তো দলের রোহিত নেই। কিন্তু মুম্বাই ব্যাঙ্গালোর ডুয়েলে নামার আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চান না কিং কোহলি। কারণ এই প্রতিদ্বন্দিতা মোটেও একদিনের নয়। আর এই প্রতিযোগিতায় মুম্বাইয়ের মতো দলকে হারাতে হলে সবদিক থেকেই রণনীতি যে সাজিয়ে নিতে হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
সেই কারণেই আজ টুইটারে দলের পক্ষ থেকে সামনে এলো প্রস্তুতির ভিডিও। শুধু কোহেলি বা ডি ভিলিয়ার্সের নেট সেশন নয় সাথে রয়েছে টিম মিটিংয়ের কিছু অংশ। অর্থাৎ মাঠে নামার আগে যে পুরোপুরি প্রস্তুত বিরাট বাহিনী এ নিয়ে কোন সন্দেহ নেই।