দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় আন্তর্জাতিক দলে সূর্য কুমার যাদব জায়গা না পাওয়ায় নির্বাচকদের উপর ক্ষুব্ধ হলেন প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিংহ। এবারের আইপিএল মরশুমেও যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন সূর্যকুমার। দায়িত্ব নিয়ে মুম্বাইকে জিতিয়েছেন একের পর এক ম্যাচ। কিন্তু আইপিএলে ভালো প্রদর্শন করা অন্য খেলোয়াড়রা ভারতীয় দলে সুযোগ পেলেও সূর্য কুমারের দিকে চোখ পরেনি নির্বাচকদের। অথচ গত ১১ টি আইপিএল ম্যাচে ২৮৩ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ম্যাচ জেতানো অর্ধশতক।
মুম্বাইয়ের এই তরুণ ক্রিকেটার এবার নয় গত বেশ কয়েকটি মরশুম ধরেই অসাধারণ প্রদর্শন করে আসছেন, কিন্তু ভারতীয় দলে পৌছাবার জন্য তার দরজা খোলেনি। অথচ নির্বাচকমন্ডলী এমন অনেককেই ব্যাক করেছেন যাদের পারফরমেন্স এই সিজিনে ততটাও ভালো নয়।তাই সূর্য কুমার যাদব এর দিকে না তাকানোয় নির্বাচকমন্ডলীর উপর ক্ষুব্ধ হলেন হরভজন।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি লেখেন ‘জানি না। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সূর্যকুমারকে আর কী করতে হবে? আইপিএলের সব মরশুমে এবং রঞ্জি ট্রফিতেও নিয়মিত ভাল খেলছে। দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে একেক জনের জন্য একেক রকম নিয়ম নাকি।নির্বাচকদের অনুরোধ করব, দয়া করে এবার সূর্যকুমারের পারফম্যান্সের দিকে একটু নজর দিন।’
তবে তরুণ রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ভারতীয় টিমের অঙ্গনে প্রবেশ করায় তাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি হরভজন।আরেকটি টুইটে তিনি লেখেন, “দেখে খুবই ভালো লাগছে নির্বাচকরা বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলের জন্য নির্বাচন করেছেন।”