দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নেমেছিল ব্যাঙ্গালোর এবং মুম্বাই। টসে জিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক কিরণ পোলার্ড।
প্রথমে অবশ্য দারুণ শুরু করেছিল ব্যাঙ্গালোর।কিন্তু মধ্যক্রম আজ তেমন ভাবে সফল না হতে পারেনি। শেষ অবধি ফিলিপির ৩৩ এবং দেবদূতের ৭৪ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রানেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। মুম্বাইয়ের হয়ে নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন বুমরাহ।
মুম্বাইয়ের বিরুদ্ধে আবুধাবির মাঠে এই স্কোর ছিল যথেষ্ট লড়াকু। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি গোড়াপত্তনকারী জুটি। বড় শট নিতে গিয়ে ব্যাক্তিগত ১৮ রানে সিরাজের বলে সীমানার ধারে ধরা পড়েন ডিকক। তবে অন্যদিকে সূর্য কুমার যাদবকে সাথে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন ঈশান কিশান। কিন্তু আজ বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ঈশানও। ১৯ বলে ২৫ রান করে বড় ইনিংস উপহার দেবার আগেই চাহালের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
প্রথমে একটু সময় নিলেও চাহাল স্পেলে ফিরতেই দশম ওভারে আক্রমণ শুরু করেন সূর্য কুমার যাদব। সুন্দর সুইট শটে পরপর একটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি তুলে নেন তিনি। কিন্তু আজ তার সঙ্গ দিতে পারেননি সৌরভ তিওয়ারি। একাদশ ওভারে সিরাজের দ্বিতীয় শিকার হিসাবে তালিকায় নাম লেখাতে হয় তাকে।
ডানহাতি বাঁহাতি জুটি বজায় রাখতেই সম্ভবত আজ নিজের আগে ক্রুণাল পান্ডেকে ক্রিজে পাঠান অধিনায়ক কিরণ পোলার্ড। অন্যপ্রান্তে উইকেট পতন জারি থাকলেও আজ দ্রুত রান তোলার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন যাদব। ডেল স্টেইনের মতো অভিজ্ঞ বোলারের বিরুদ্ধেও একই রকম আক্রমণাত্মক মেজাজ বজায় রাখেন তিনি।
তবে মার খেলেও আজ তবে মার খেলেও আজ বদলা নিতে ভোলেননি চাহাল। নিজের শেষ ওভারে ক্রুণাল পান্ডেকে ফিরিয়ে দিয়ে আরো একবার ম্যাচের অভিমুখ বদলে দেবার চেষ্টা করেন তিনি। তবে আজ কিছুতেই টলানো যায়নি সূর্য কুমার যাদব কে মাত্র ২৯ বলে ছটি চার ও দুটি ছয় সহযোগে নিজের গুরুত্বপূর্ণ অর্ধশতক পূর্ণ করেন তিনি। ভারতীয় দলের প্রবেশদ্বার তার জন্য উন্মুক্ত না হলেও ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আজ ছাড়েননি তিনি।
শেষ অবধি তার মাত্র ৪৩ বলে অপরাজিত ৭৯ রানের বিশাল ইনিংস এবং হার্দিক পান্ডের ১৭ রানের যথাযথ ক্যামিও দৌলতে সহজ জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করল মুম্বাই।