দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের রেকর্ড সংখ্যা মোটেই কম নয়। ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা বিশ্বজোড়া বিভিন্ন টি-টোয়েন্টি লিগের এক পরিচিত নাম। সীমিত ওভারের ক্রিকেটে ”ইউনিভার্স বস” আখ্যাও ছিনিয়ে নিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগে ইতিমধ্যেই ৪০৯ ম্যাচে ১৩,৪০৯ রানের বিশাল রেকর্ড রয়েছে তার নামে।
এবারের আইপিএল মরশুমে শুরু থেকে প্রথম একাদশে খেলার সুযোগ না পেলেও অষ্টম ম্যাচে মাঠে নামার পর থেকে পাঞ্জাব দলের ভোল বদল করে দিয়েছেন তিনি। গেইল দলে আসার পর একটি ম্যাচ হারেনি পাঞ্জাব। শুধু তাই নয় এই পাঁচ ম্যাচে লাগাতার জয়ের সুবাদেই এখন শেষ চারে পৌঁছাবার স্বপ্ন দেখছে তারা। আর এই জয়ে ক্রিস গেইল এর অবদান অনস্বীকার্য এ নিয়ে কোন সন্দেহ নেই।
ইতিমধ্যেই দুটি দুরন্ত অর্ধশতক উপহার দিয়েছেন তিনি। কিন্তু ইউনিভার্স বস এখন খুব কাছাকাছি চলে এসেছেন এক অনন্য রেকর্ডের। ক্রিকেটের ইতিহাসে একহাজার ছক্কা হাকানো প্রথম ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন ক্রিস গেইল। এই অবিশ্বাস্য মাইলফলক থেকে মাত্র সাতটি ছক্কা দূরে আছেন এই ক্যারিবিয়ান তারকা। অর্থাৎ বর্তমানে ৪০৯ টি টি-টোয়েন্টি ম্যাচে ক্রিস গেইলের সংগ্রহ ১০৩৫ টি চার এবং ৯৯৩ টি ছয়।
আইপিএলে এই রেকর্ড ছুঁয়ে ফেলার জন্য আপাতত দু’ম্যাচ পাবেন তিনি। তবে আগামী দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে প্লে-অফসের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে কিংস ইলেভেন পাঞ্জাবের। সে ক্ষেত্রে অবশ্য রেকর্ড ছুঁয়ে ফেলার জন্য আরও কিছুটা সময় থাকবে ইউনিভার্স বসের হাতে। তবে পাঞ্জাব ভক্তরা অবশ্যই চাইবেন আগামী দুই ম্যাচেই নিজের এই অবিশ্বাস্য মাইলফলক ছু্ঁয়ে ফেলুন গেইল।