দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃগত ম্যাচে অসাধারণ খেলার পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঋদ্ধিমানের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে দেখা দিল সংশয়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী বোলিং অ্যাটাকের বিরুদ্ধে জনি বেয়ারস্টোর বদলে প্রথম একাদশে সুযোগ পান ঋদ্ধিমান সাহা। এর আগে কয়েকটি ম্যাচের সুযোগ পেলেও তেমন ভাবে সফল হতে পারেননি তিনি। তাই দলের প্রথম একাদশে ঋদ্ধি ছিলেন অনিশ্চিত।
কিন্তু গত ম্যাচে আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ বোলিং অ্যাটাকের বিরুদ্ধে গর্জে ওঠে তাঁর ব্যাট। ওয়ার্নারের সাথে জুটি বেঁধে শুধু যে ১০৭ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন তাই নয়, মাত্র ৪৫ বলে বারোটিচার ও দুটি বিশাল ছয়ের সাহায্যে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলে হায়দ্রাবাদের জয় একপ্রকার নিশ্চিত করে দেন তিনি। কিন্তু বিধি বাম বাংলার ঋদ্ধিমানের পক্ষে। এমন অসাধারণ ম্যাচ উইনিং ইনিংস খেলার পর কুঁচকিতে চোট পেলেন তিনি। ম্যাচে আর তাকে উইকেট কিপিং করতেও দেখা যায়নি। ঋদ্ধির পরিবর্তে দিল্লি ম্যাচে উইকেটটিপিং করেন শ্রীবৎস গোস্বামী।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ওয়ার্নার বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় যে, ও (ঋদ্ধিমান) কুঁচকিতে সামান্য চোট পেয়েছে। আশা করি সেটা খারাপ হয়ে দেখা দেবে না। শঙ্কেররও হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে।’পরে ঋদ্ধির সাক্ষাত্কার নেওয়ার সময় রশিদ খানও চোটের প্রসঙ্গ উত্থাপন করেন।