28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ভারত-অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষনা অস্ট্রেলিয়ার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএল শেষেই শুরু হতে চলেছে, ভারত-অস্ট্রেলিয়া ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ। আগামী সিরিজের জন্য নির্বাচকরা ভারতীয় দল ঘোষণা করেছেন আগেই, এবার সীমিত ওভারের ক্রিকেটের জন্য নিজেদের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১৭ নভেম্বর থেকে একদিনের ক্রিকেট শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে।

    তবে ভারতের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। কিন্তু চমকের অভাব নেই অস্ট্রেলিয়া দলেও।দলে এসেছেন ক্যামরণ গ্রীন। অলরাউন্ডার ক্রিকেটার সম্পর্কে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারই।ইয়ান চ্যাপেল রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারদের মধ্যে এমন প্রতিভা কমই এসেছে অস্ট্রেলিয়ায়।ব্যাট ও বল উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

    তাই ১৮ সদস্যের দলে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্তি হয়েছে তার। তবে অধিনায়ক হিসেবে অফ ফর্মে থাকলেও এখনও অ্যারন ফিঞ্চের উপরেই ভরসা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আইপিএলে তার প্রদর্শন তেমন ভালো না হলেও আশা করা যায় আগামী ম্যাচগুলোতে যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠতে পারবেন ফিঞ্চ।

    অস্ট্রেলিয়া দলঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, ময়েস এনরিকেস, মার্কাস ল্যাবুশ্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান স্যাামস, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...