দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মহিলাদের হাফ-ম্যারাথনে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন কেনিয়ার পেরেস জেপচিরচির।পোল্যান্ডের জিডিনিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশীপে মাত্র ১ ঘন্টা ৫ মিনিট ১৬ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড করলেন ২৭ বছরের এই তরুণী।
১ ঘন্টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ইথিওপিয়ার ইয়েলেমজারফ ইয়েহুয়ালা এবং তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির মেলাত ইয়েসাক কেজেতা। নিজের দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ১ ঘন্টা ৫ মিনিট ১৯ সেকেন্ড।
মহিলাদের প্রতিযোগিতায় শীর্ষে থাকা তিনজনই জেপচিরচিরের আগের রেকর্ড ১ ঘন্টা ৫ মিনিট ৩৪ সেকেন্ডের আগেই নিজেদের দৌড় শেষ করেন। কিন্তু এবারের দৌড়ে আরো অনেক বেশি ক্ষিপ্র ছিলেন পেরেস।
পুরুষদের প্রতিযোগিতার ক্ষেত্রে মাত্র ৫৮ মিনিট ৪৯ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে বিজয়ীর খেতাব ছিনিয়ে নিয়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো।
মহিলাদের প্রতিযোগিতায় নেতৃত্বে থাকা দলটি প্রথম ১০ কিলোমিটার অতিক্রম করেছিল মাত্র ৩০ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু তৃতীয় ল্যাপে পিছিয়ে পড়ার পরে ফলে শেষ হয়ে যায় ইথিওপিয়ার আবাবেল ইশানেহ এবং কেনিয়ার জয়সিলিন জেপকোগীর সম্ভাবনাময় দৌড়। শেষ পর্যন্ত তারা শেষ করেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে।