দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়ছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস।গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আজ প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তরুণ শুভমান গিল আজ ভালো শুরু করলেও শেষ করে যেতে পারেননি। চারটি সুন্দর শেয়ার দিয়ে সাজানো ২৬ রানের ইনিংস খেলে কর্ণ শর্মার বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে। উল্টোদিকে উইকেট পতন জারি থাকলেও আজকে আবার একবার জ্বলে ওঠেন তরুণ নিতিশ রানা।
চেন্নাই স্পিনার থেকে শুরু করে পেস অবধি কেউই আজ তার দুরন্ত ফর্ম থেকে মুক্তি পাননি। মাত্র ৬০ বলে দশটি চার এবং চারটি বিশাল ছয়ের সাহায্যে ৮৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। কিন্তু তেমনভাবে সাথ দিতে পারেননি নারিন বা রিঙ্কু সিং। স্যান্টনার এবং লুঙ্গি এনগিডির শিকার হতে হয় তাদের।
অবশ্য আজ ভালো ফিনিশ করেন অধিনায়ক মর্গ্যান এবং দীনেশ কার্তিক। ১২ বলে ১৫ রান করে লুঙ্গি এনগিডির বলে মর্গ্যান ফিরে গেলেও ম্যাচের শেষ অব্দি মাঠ ছাড়েননি দীনেশ। মাত্র ১০ বলে তিনটি চারের সাহায্যে ২১ রানের যে সুন্দর ক্যামিও খেলেন তিনি মূলত তার দৌলতেই পাঁচ উইকেটের বিনিময়ে ১৭২ রানের লড়াকু স্কোরে পৌঁছায় কেকেআর।
দুবাইয়ের এই বড় মাঠে ১৭৩ রানের এই টার্গেট যথেষ্ট কষ্টকর হতে পারে চেন্নাই সুপার কিংস এর জন্য।