দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের মুম্বাই ব্যাঙ্গালোর ম্যাচে খারাপ আচরণ বিধির জন্য বিতর্কে জড়ালেন হার্দিক পান্ডিয়া এবং ক্রিস মরিস। গত ম্যাচে ১৯ তম ওভারে ক্রিস মরিসের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় হার্দিক পান্ডিয়াকে। এই সময়ে আরেকবার উত্তপ্ত হয়ে ওঠে ময়দান। তপ্ত বাক্যবিনিময় হয় মরিস এবং পান্ডিয়ার মধ্যে।
ফলত খেলা শেষে ম্যাচ রেফারির কোপের মুখে পড়তে হয় দু’জনকেই। দুজনের বিরুদ্ধে আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ তুলেছেন ম্যাচ রেফারি। আরসিবির অলরাউন্ডার ক্রিস মরিসের বিরুদ্ধে আইপিএল কোড অফ কন্ডাক্ট লেভেল ওয়ানের ২.৫ ধারা এবং মুম্বাই অলরাউন্ডার হার্দিক পান্ডের বিরুদ্ধে লেভেল ওয়ান ২.২০ ধারা রুজু করা হয়।
গত ম্যাচে এটাই অবশ্য একমাত্র বাকবিতণ্ডা নয়। কাল ময়দানে মেজাজ হারিয়ে ছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও। ম্যাচ শেষে মুম্বাইয়ের প্রথিতযশা ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের সেলিব্রেশনও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে কালকের ম্যাচে হাড্ডাহাড্ডি মোকাবিলা হয় ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ের মধ্যে।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান তোলে বিরাট কোহলির আরসিবি। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ফলতো ম্যাচের মধ্যে তাপ উত্তাপ ছিল চরমে।