দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকরোনা পরবর্তী পরিস্থিতিতে শুরু হতে যাওয়া ভারতের প্রথম আন্তর্জাতিক অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে উচ্ছ্বাস যেমন ছিল, তেমনি দল নির্বাচন নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। বিশেষত প্রথিতযশা ওপেনার রোহিত শর্মার দলে না থাকা প্রশ্নের সম্মুখীন করেছিল নির্বাচকমণ্ডলীকে। তবে আরো অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তনীরা দলে সূর্য কুমার যাদবের জায়গা না হওয়ায়।
প্রথিতযশা স্পিনার হরভজন সিংহ,সঞ্জয় মঞ্জরেকার থেকে শুরু করে অনেকেই এই টিম নির্বাচনের সঙ্গে একমত হতে পারেননি।বিশেষত সূর্য কুমার যাদবের বর্তমান আইপিএল পারফরম্যান্স এবং গত কয়েক বছরে লাগাতার পরিশ্রমের পরেও সাফল্যের মুখ না দেখার ফলে নির্বাচকদের উপর ক্ষুব্ধ অনেকেই। এবার আর এক ধাপ এগিয়ে প্রথিতযশা বর্ষীয়ান ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার এই নির্বাচনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপ দাবি করলেন।
তিনি বলেন ‘সূর্যকুমার এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিশ্রুতিবান ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরের দলে তার জায়গা হয়নি দেখে আশ্চর্য হয়েছি। দল নির্বাচনে প্রতিভা যদি বিবেচ্য হয়, তাহলে সূর্যকুমার বর্তমানে জাতীয় দলে সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। ধারাবাহিকভাবে রান করে চলেছে। জানি না, দলে স্থান পাওয়ার জন্য তাকে আর কী কী করতে হবে!’
তিনি আরো যোগ করেন “একজন ব্যাটসম্যান ২৬ – ৩৪ বছরের মধ্যে সেরা ফর্মে থাকে। এই মুহূর্তে সূর্য ফর্মের তুঙ্গে, ফর্ম এবং ফিটনেস বিবেচ্য না হলে তাহলে যোগ্যতার মানদন্ড কী? কেউ কি আমাকে বলতে পারবে? সৌরভকে দেখতে হবে সূর্যকুমারকে বাদ দেওয়ার পিছনে কি অভিসন্ধি কাজ করছে।”
প্রসঙ্গত উল্লেখ্য গত দু’বছরের আইপিএলে সূর্য কুমারের পারফরম্যান্স ছিল সত্যিই অনবদ্য। ২০১৮ সালে আইপিএলে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছিলেন তিনি। ২০১৯ সালেও ৪২৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তার। এবছরের আইপিএলেও লাগাতার তিনটি অর্ধশতকের দলকে বারবার জয়ের পথে নিয়ে গেছেন তিনি। রান পেয়েছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও।তাই তার দলে সুযোগ না পাওয়ায় যথেষ্ট বিস্ময়ের কারণ হয়েছে সকলের কাছেই। এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এ বিষয়ে নতুন কোন পদক্ষেপ নেন কিনা সেই দিকেই নজর থাকবে সকলের।