দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়ছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস।গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আজ প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে মাত্র ৬০ বলে দশটি চার এবং চারটি বিশাল ছয়ের সাহায্যে ৮৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন নীতিশ রানা।মূলত তার ইনিংসের দৌলতেই নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৭২ রানে পৌঁছায় কেকেআর।
জবাবে ব্যাট করতে নেমে বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে মাত্র ১৪ রানে ওয়াটসন ফিরলেও গত ম্যাচের মতোই আজও সুন্দর শুরু করেন ঋতুরাজ গায়কোয়াড়। প্যাট কামিন্স, ফার্গুসন এবং সুনীল নারিনের মত শক্তিশালী অ্যাটাকের সামনেও বুক চিতিয়ে খেলে যান তিনি। অন্যদিকে যোগ্য সঙ্গ দেন অম্বতি রাইডুও।ফ্যাফ ডুপ্লেসির মত একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান না থাকার অভাব আজ অনুভবই করতে দেয়নি এই জুটি। একদিকে রাইডু যেমন ছিলেন বিধ্বংসী অন্যদিকে তেমনি অ্যাংকারের রোলে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করেন ঋতুরাজ।
ধারাবাহিকতা বজায় রেখে আজকের ম্যাচে নিজের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ২০ বলে পাঁচটি চার ও একটি বিশাল ছয়ের সাহায্যে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে নারিনের বলে সাজঘরে ফেরেন রাইডু। আজ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনিও।মাত্র ১ রানে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
পরপর দুটি উইকেট তুলে নেওয়ার ফলে আবার ম্যাচে ফেরে কেকেআর। তবে অন্যদিকে স্যাম ক্যুরানকে সাথে নিয়ে লড়াই জারি রাখেন ঋতুরাজ। কিন্তু রান রেট অনেকটাই হাতের বাইরে চলে যাওয়ায় ৫৩ বলে ছটি চার ও দুটি দুর্দান্ত ছয়ের সাহায্যে ৭২ রান করে কামিন্সের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
চাপ বেড়ে যায় জাদেজা এবং ক্যুরানের ওপর।কেকেআরের হয়ে নিজের নির্ধারিত চার ওভারে ৩২ রান ফিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কামিন্স।অন্যদিকে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তীও।
কিন্তু উনিশ তম ওভারে ফার্গুসনের বলে পরপর দুটি চার ও একটি ছয় তুলে নিয়ে ম্যাচের অভিমুখ আবার চেন্নাইয়ের দিকে ফিরিয়ে দেন স্যার জাদেজা।ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১০ রান। কিন্তু অসাধারণ বোলিং করলেও আজ রান বাঁচাতে পারেননি কমলেশ।পঞ্চম ও ষষ্ঠ বলে দুটি বিশাল ছয় তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেন জাদেজা। ১১ বলে আজ তার সংগ্রহ ছিল ৩১ রান। এই দুরন্ত জয়ের ফলে চেন্নাইয়ের সন্মান যেমন বাঁচল তেমনি কেকেআরের শেষ চারে পৌঁছানোর যাত্রা শেষ করে দিল তারা। কেকেআরের আজকের হারের পর প্রথম কোয়ালিফায়েড টিম হিসেবে নামের পাশে Q লাগালো মুম্বাই ইন্ডিয়ান্স।