28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    বাউন্সার কিং আর্চার নাকি গেইলের ব্যাটের ধার! কে করবে চমৎকার?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়েলস। আজকের ম্যাচে পাঞ্জাব পরাজিত হলে শেষ চারে পৌঁছানোর সুযোগ এখনো জীবিত থাকতে পারে কলকাতা নাইট রাইডার্সের। অপরপক্ষে সমীকরণ অনুযায়ী রাজস্থানকে আজকের ম্যাচে পরাজিত করতে পারলে প্লে-অফে নিজেদের ভাগ্য মোটামুটি নিশ্চিত করে ফেলতে পারে পাঞ্জাব।

    তাই দুই প্রতিপক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আজকের ম্যাচ। পাঞ্জাবের ক্ষেত্রে ক্রিস গেইল দলে ফেরার পরে তাদের ভাগ্য বদলেছে। যেমন শক্তি ফিরে পেয়েছে মিডিল অর্ডার তেমনি চাপ অনেকটাই কমেছে নিকোলাস পুরান বা ম্যাক্সওয়েলের উপর থেকে। কিন্তু ওপেনিংয়ে ভালো পারফর্মেন্স করলেও মনদীপ সিংহের জায়গায় আগরওয়ালের দলে ফেরা যে অত্যন্ত জরুরি এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে নিজের সুযোগ যথাযথ কাজে লাগিয়েছেন মনদীপ। অন্যদিকে মিডল অর্ডারে ম্যাক্সওয়েল ছাড়া প্রায় সকলেই রানের মধ্যে ফিরেছেন। বিশেষত পাঞ্জাব ভক্তদের আশা জাগাচ্ছে নিকোলাস পুরান। ওপেনিংয়ে কে এল রাহুল গত দু ম্যাচে তেমন ভাল প্রদর্শন না করতে পারলেও এখনো অরেঞ্জ ক্যাপ মাথায় রয়েছে তার। তাই পাঞ্জাবের ব্যাটিং নিয়ে তেমন ভাবনার কিছু নেই।

    বোলিংয়ের ক্ষেত্রে ক্রিস জর্ডন আসার পরে চাপ অনেকটাই কমেছে মহম্মদ শামির উপর থেকে। অন্যদিকে স্পিন বিভাগে রবি বিশনোই, মুরুগান অশ্বিন যেভাবে বারবার ফ্লাইটে বিট করছেন ব্যাটসম্যানদের, তা সত্যিই অনবদ্য। অভিজ্ঞতা না থাকলেও তরুণ বোলার অর্শদীপ সিংহও যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন গত কয়েকটি ম্যাচে।ফলতো ডাগআউটে বসে আছেন ঈশান পোড়েলের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বোলারও।

    অপরপক্ষে রাজস্থান রয়েলসের ক্ষেত্রে গত ম্যাচে বেন স্টোকস যেভাবে একা হতে শতরান করে ম্যাচ জিতিয়েছেন, তা যে অনবদ্য এ বলাই বাহুল্য। তবে এখনো নিজের সঠিক পজিশন খুঁজে পাচ্ছেন না বাটলার। তাই অধিনায়ক স্টিভ স্মিথকে বাটলারকে চার নম্বরে খেলানোর আগে নিশ্চয়ই ভাবতে হবে। তবে কয়েকটি ম্যাচে ভালো প্রদর্শন করেছেন স্মিথ নিজে। তাই তার কনফিডেন্স যে অনেকটাই বাড়বে এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে পাঞ্জাবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করতে হলে রানে ফিরতে হবে সঞ্জু স্যামসান, জস বাটলার এবং রবিন উথাপ্পাদের

    বোলিংয়ের ক্ষেত্রে জোফরা আর্চার একা হাতেই যেভাবে রজস্থানকে এগিয়ে নিয়ে চলেছেন, তা দেখতে যত সুন্দরই হোক না কেন প্রদর্শন করতে হবে কার্তিক তিয়াগি, শ্রেয়াস গোপাল, রাহুল তেওয়াটিয়ার মত তরুণদেরও।

    যাই হোক আজকের ম্যাচে সহজ অ্যাডভান্টেজ যে কারও কাছে নেই এ নিয়ে কোন সন্দেহ নেই। আজকের দিনের প্রদর্শনই নির্বাচন করবে বিজয়ী দলকে।

    রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবিন উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট ,কার্তিক তিয়াগী।

    কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল/ মনদীপ সিংহ,ক্রিস গেইল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, ক্রিস জর্ডান ,মহম্মদ শামি।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...