দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকোয়ারেন্টাইন পর্ব শেষ করে আজ থেকেই অনুশিলনে নামতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার এবং দলের তিন বিদেশি। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল দলের দেশীয় ব্রিগেড। এবার দলের সঙ্গে যুক্ত হবেন ইস্টবেঙ্গলের বিদেশী সতীর্থরা।
১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আজ থেকে সেসা আইএফসির মাঠে নামবেন রবি ফাউলার এবং তার দল। গত ১৬ অক্টোবর নিজের সাথে ৬ জন সাপোর্ট স্টাফকে নিয়ে গোয়া পৌঁছেছিলেন ফাউলার। একই সঙ্গে গোয়া এসেছিলেন তিন বিদেশি অ্যান্টনি পিলকিংটন,ড্যানি ফক্স এবং অ্যারন আমাদি হলওয়ে।
আজই প্রথম ভারতীয় ফুটবলারদের সাথে বিদেশি ফুটবলারদের মিলিয়ে প্রথম অনুশীলন করাবেন লিভারপুলের ফাউলার। ডায়েট চার্ট থেকে কোয়ারেন্টাইন অনুশীলন সমস্ত কিছুরই তালিকা দেওয়া হয়েছে ফুটবলারদের। ভারতীয় ফুটবলাররা ইতিমধ্যেই চারদিন ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে আজ দলের সঙ্গে যুক্ত হলেন ফাউলার। এবার তার তত্ত্বাবধানেই এসসি ইস্টবেঙ্গল আইএসএলের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে। খুব বেশি সময় বাকি নেই। মাত্র তিন সপ্তাহের অনুশীলন পর্ব শেষ করেই দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় নামতে হবে লাল-হলুদ বাহিনীকে।
তার মধ্যেই আজ থেকেই সমস্ত বিদেশিদের সঠিকভাবে মাঠে পাবেননা ফাউলার। তিন বিদেশীকে পেলেও বাকি তিন বিদেশী মাত্তি স্টেইনম্যান, মাঘোউমা এবং স্কট নেভিলের কোয়ারেন্টাইন পর্ব এখনো শেষ হয়নি। তাই আরো দিন কয়েক পরেই সম্পূর্ণ স্কোয়ার্ড নিয়ে অনুশীলনে নামতে পারবেন ফাউলার।