দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফরে আইপিএল শেষেই উড়ে যাবে ভারতীয় দল। কোয়ারেন্টাইনের নিয়ম অনুযায়ী প্রথমে কথা হয়েছিল খেলোয়াড়দের সাথে যেতে পারবেন না তাদের পরিবারের সদস্যরা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছিল এমনই নির্দেশিকা। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা ভেবে দেখছেন তিনি।
এবার তার ইচ্ছাকে মান্যতা দিয়েই অলিখিতভাবে অস্ট্রেলিয়া সফরে পরিবারকে সাথে রাখার বিষয়ে খেলোয়াড়দের আশ্বস্ত করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। কদিন আগেই এই ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এখন জানা গেল ভারতীয় বোর্ডের এই অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলিয়া।
করোনার কারণে প্রথমে পরিবারকে সাথে রাখার সম্মতি দেয়নি তারা। রাজি ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডও। তবে কিছু বর্ষিয়ান খেলোয়াড়দের অনুরোধে মত বদলায় তারা। রবীন্দ্র জাদেজার মত অনেক প্লেয়ারই আইপিএলে পরিবারকে সাথে নিয়ে আসেন নি। এখন অস্ট্রেলিয়া সফরে ও পরিবারকে পাশে না পেলে প্রায় ছয় মাস তাদের আলাদা থাকতে হতো।
সেই জন্যই ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখার অনুরোধ জানান তারা।করোনাকালে কোয়ারেন্টাইনে থাকার মানসিক ধকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বদল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।