দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ডবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গতকালকের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবের হেরে যাওয়ার ফলে লীগ টেবিলের সমীকরণ অনেকটাই জটিল করে তুলেছে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলি।
তাই আজ যদি মুম্বাই দিল্লি ম্যাচে হারের সম্মুখীন হয় দিল্লি, তাহলে শেষ চারে পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা বাড়বে তাদের পক্ষে। অন্যদিকে আজকের ম্যাচ জিতে নিয়ে মুম্বাই চাইবে তাদের প্রথম স্থান পাকা রাখতে। তাই আগামী সমীকরণের জন্য যেমন ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ তেমনি আজ দিল্লির হারের দিকে তাকিয়ে থাকবে শেষের দিকে দলগুলিও।
দিল্লির ক্ষেত্রে দেখতে গেলে ব্যাটিংয়ের ফর্মে ফেরা জরুরী শ্রেয়াস আইয়ার, পান্ত এবং হেটমায়ারের।কেবলমাত্র শিখরের ব্যাটের ওপর ভর করে মুম্বাইয়ের মতো কঠিন টিমের বিরুদ্ধে জয় তুলে নেওয়া প্রায় অসম্ভব। সাহায্য করতে হবে রাহানে এবং স্টয়নিসকেও।বিশেষত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাহানেকে।
বোলিংয়ের ক্ষেত্রে গত দুই ম্যাচে কেমন ভাবে সফল হতে পারেননি রাবাডা, নকিয়া, অশ্বিন এবং আক্সাররা। তাই বিগত দিনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে আজ আবার নতুন করে শুরু করতে হবে তাদের।
অন্যদিকে গোটা টুর্ণামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং ভারসাম্য যুক্ত দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। আলাদা আলাদা ম্যাচে এখনো পর্যন্ত নতুন নতুন নায়ক উপহার দিতে সক্ষম হয়েছে তারা। সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কুইন্টন ডি কক এবং হার্দিক পান্ডেরা যে দুরন্ত ফর্মের নমুনা পেশ করেছেন তাতে বিগ টিকিট প্লেয়ার রোহিত শর্মা না থাকার চাপও অনুভব করতে হয়নি তাদের।
অন্যদিকে বোলিংয়ে ফর্মে ফিরেছেন বুমরাহ। বোল্ট এবং প্যাটিনসনকে সাথে নিয়ে জোরে বোলিং বিভাগে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি তার সত্যিই অসামান্য। স্পিন বিভাগে রহুল চাহার এবং ক্রুনাল পান্ডেও যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে সক্ষম হয়েছেন। তাই যে কোন মাঠে যে কোনো ম্যাচই যে তারা ফেভারিট এ নিয়ে কোন সন্দেহ নেই।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) :ঈশান কিশান ,কুইন্টন ডি কক (উইকেট কিপার),সূর্য কুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডে,ক্রুণাল পান্ডে, কিরণ পোলার্ড(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল/জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ/অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার/অ্যালেক্স ক্যারি,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে।