দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ডবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজেস হায়দ্রাবাদ। একদিকে আজ যেমন কোহলিদের কাছে সুযোগ রয়েছে জয় তুলে নিয়ে ১৬ পয়েন্টের নিশ্চিত আসনে পৌঁছে যাবার তেমন অন্যদিকে হায়দ্রাবাদের সামনেও সুযোগ রয়েছে নিজেদের প্লে-অফসের যাত্রা বাঁচিয়ে রাখার। তাই দুই দলের কাছেই আজকের ম্যাচ যে ভীষণ গুরুত্বপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই।
হায়দ্রাবাদের জন্য বড় খবর হল গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করার পরেও চোটের কারণে আজ বাইরে বুঝতে হতে পারে বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে। সেক্ষেত্রে জনি বেয়ারস্টো দলে আসবেন ঠিকই কিন্তু দলের ভারসাম্য বজায় রাখতে বাইরে বুঝতে হবে কেন উইলিয়ামসনকে। যা অনেকটাই নড়বড়ে করে দিতে পারে হায়দ্রাবাদের মধ্যক্রমকে। সেক্ষেত্রে মনীশ পান্ডের ওপর আজ থাকবে গুরুদায়িত্ব। উইলিয়ামসন না থাকায় মধ্যক্রমকে আরও দায়িত্বের সঙ্গে সামলাতে হবে তাকে।
বোলিংয়ের ক্ষেত্রে কোহলি এবং এবিডির প্রাথমিক পর্যায়ের স্পিন দুর্বলতাকে কাজে লাগাতে হবে রাশিদ খানকে। বিশেষত গুগলির বিরুদ্ধে প্রথম পর্বে বেশ কিছুটা নড়বড়ে দেখায় কোহলি এবং ডিভিলিয়ার্সকে। আজ তার কতটা সুযোগ তুলতে পারবেন হায়দ্রাবাদ বোলিং ডিপার্টমেন্ট, সেটাই এখন দেখার। জোরে বোলিংয়ের ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নিতে হবে টি নটরাজন, জেসন হোল্ডার এবং সন্দীপ শর্মাকে।
অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দেখতে হলে অসাধারণ ফর্মে থাকা দেবদত্তর সাথ দিতে হবে কোহলি এবং ডি ভিলিয়ার্সকে।আগের দিন ফিলিপি বেশ কিছুটা আশা জাগালেও শেষের দিকে রানের গতি তেমন বাড়াতে পারেনি অধিনায়ক কোহলি এবং ডিভিলিয়ার্স। সেক্ষেত্রে আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণ শুরু করতে হবে তাদের। কারণ শারজার মতো ছোটো মাঠে কোহলির সিঙ্গেল-ডাবলসের থিওরি ততটা কার্যকর হবে না তাই নির্ভর করতে হবে বড় শটের উপরেই।
গত ম্যাচে বোলিংয়ের ক্ষেত্রে ডেল স্টেনের পুরোনো ধার একেবারেই দেখা যায়নি। চাহাল এবং মরিস সাধ্যমত চেষ্টা করলেও এক প্রান্তে প্রচুর রান লিক করেছেন স্টেন। আজ তার জায়গায় মঈন আলীকে খেলানো যায় কিনা সেটাও ভেবে দেখতে পারে আরসিবি। অন্যদিকে জোরে বোলার হিসেবে দলে আসতে পারেন উমেশ যাদব। অবশ্যই দায়িত্ব নিতে হবে মহম্মদ সিরাজকেও। নইলে ওয়ার্নার বেয়ারস্টোর সামনে শারজার ছোটো মাঠে বোলারদের রান বাঁচানোর দুষ্কর এ নিয়ে কোন সন্দেহ নেই।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদূত পাডিকাল , জসুয়া ফিলিপি(উইকেট কিপার),বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে,ডেল স্টেন/মঈন আলি, উমেশ যাদব,ক্রিস মরিস ,মহম্মদ সিরাজ,যুবেন্দ্র চাহাল।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): ঋদ্ধিমান সাহা /জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।