দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএল বিরল কৃতিত্ব এলনা জয়, ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইলের কালকের ইনিংসকে হয়তো এভাবেই ব্যাখ্যা করা সঠিক হবে। গতকালকের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে প্রথম থেকেই মেজাজে ছিলেন ক্রিস গেইল। ইনিংসের শুরুতে একটি জীবন দান পাওয়ার পরেই কালকে বড় ইনিংস খেলার কথা মনস্থ করে নেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাননি ইউনিভার্স বস।
পাঞ্জাবের প্রথম সাতটি ম্যাচে তাকে প্রথম একাদশে না রাখার ব্যাট দিয়ে এমন যোগ্য জবাব বোধহয় খুব কম তারকাই দিয়েছেন। তবে তিনি ক্রিস্টোফার হেনরি গেইল তার জবাব আসে সাদা বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে। মরশুমে এর আগেই দুটো সুন্দর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। কাল ছিল বড় রানের দিন আর হাতের খুব কাছেই ছিল প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে একহাজার ছক্কা হাঁকানোর রেকর্ড।
সুতরাং রেকর্ড বুকে নাম যে উঠবে তা বলাই বাহুল্য।শেষ অবধি ১৯ তম ওভারে কার্তিক তিয়াগীর বলে নিজের সপ্তম ওভার বাউন্ডারি তুলে নিয়ে হাজার ছক্কা মারার বিরল রেকর্ড কায়েম করেন তিনি। কিন্তু শেষটা মনোমতো হয়নি ইউনিভার্স বসের। মাত্র ৬৩ বলে হাফ ডজন বাউন্ডারি এবং আটটি দুরন্ত ওভার বাউন্ডারি দিয়ে সাজানো দুর্ধর্ষ ৯৯ রানের ইনিংস খেলে জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে। এই শতরানটি যে তার কত কাঙ্ক্ষিত ছিল তা বোঝা যায় এর পরেই নিজের ওপর অদম্য ক্রোধে হাতের ব্যাট ছু্ঁড়ে দূরে ফেলে দেন তিনি।
এর ফলে জরিমানা ভুগতে হয় কাল গেইলকে। ম্যাচ ফির ১০ শতাংশ শাস্তিস্বরূপ ফাইন হিসেবে দিতে হয় তাকে। কিন্তু কালকের ম্যাচে ক্রিস্টোফার হেনরি গেইল ছিলেন এক অন্য মেজাজে। নিজের সবটুকু দিয়ে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। তাই খেলার মাঠে আচরণটি নীতিবিরুদ্ধ হলেও নিজের প্রতি তার অদম্য ক্রোধ ছিল স্বাভাবিক।