দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃভিয়েনা ওপেনের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য হারের সম্মুখীন হলেন নোভাক জোকোভিচ। আশা ছিল বর্তমানে বিশ্বের ৪২তম স্থানে থাকা টেনিস তারকা ইতালির লরেঞ্জো সোনেগোর বিপক্ষে সহজেই জয় তুলে নেবেন জোকোভিচ।
কিন্তু কাল অবিশ্বাস্য খেলার পরিচয় দেন লরেঞ্জো। বিশ্বের প্রথম স্থানে থাকা টেনিস তারকা বিরুদ্ধে একটুও স্নায়ুর চাপ অনুভব না করে ৬-২, ৬-১ সেটে জোকোভিচকে পরাজিত করেন তিনি। এর আগে পর্যন্ত টুর্ণামেন্টে তেমনভাবে ভালো খেলতে দেখা যায়নি লরেঞ্জোকে। লাকি লুসারও বলা যেতে পারে তাকে।
নোভাকের বিরুদ্ধে এই অসম প্রতিযোগিতায় অসাধারণ জয় তুলে নিয়ে তিনি বলেন,”নোভাক বিশ্বের সেরা। তাই এটা আমার জীবনের সেরা জয়। আজ আমি যেভাবে খেলেছি তা সত্যিই ভীষণ ভালো ছিল। এখনো আমার কাছে এটা অবিশ্বাস্য। “
জোকোভিচও এই প্রথম হারলেন লরেঞ্জোর কাছে। এই হারের কারণে পিট সাম্প্রাসের সর্বকালের ছবার জয়ের রেকর্ড ছুঁতে আরো কিছুটা অপেক্ষা করতে হবে নোভাক জকোভিচকে। অন্যদিকে সেমিফাইনালে লরেঞ্জো মুখোমুখি হবেন ডেন ইভান্সের।