দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএল ভাবল হেডারের প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক কিরণ পোলার্ড।
রাহানের পরিবর্তে ওপেনিংয়ে পৃথ্বী শকে পাঠালেও আজও ভাগ্য বদলায়নি দিল্লির জন্য। গোড়াপত্তনকারী ব্যাটসম্যান পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান দু’জনকেই দ্রুত প্যাভেলিয়নে ফেরান ট্রেন্ট বোল্ট।ফলত ইনিংস গড়ে তোলার গুরুদায়িত্ব এসে পড়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং রিষভ পান্থের ওপর। কিন্তু ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দুজনেই। ২৯ বলে ১টি চার ও ১টি চারের সাহায্যে ২৫ রান সংগ্রহ করে চাহারের বলে স্টাম্প হন আইয়ার।অন্যদিকে ২৪ বলে ২১ রান করে বুমরাহের শিকার হন পান্থ।
এরপর স্টয়নিসকেও দ্রুত সাজঘরে ফিরতে বাধ্য করেন বুমরাহ। হেটমায়ার এবং অশ্বিন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিগত ১১ রানে কুন্টারনাইলের বলে ক্রুণাল পান্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেটমায়ার। ১২ রানে অশ্বিনকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন বোল্ট।মূলত বোল্ট এবং বুমরাহের এই অসাধারণ বোলিংয়ের সৌজন্যেই নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নেন বুমরাহ এবং বোল্ট।
জবাবে ব্যাট করতে নেমে রানরেটের চাপ তেমন না থাকায় সাবধানী শুরু করেন ঈশান কিশান এবং কুইন্টন ডি কক।একদিকে যেমন ক্ষিপ্র একরান দুরান অন্যদিকে তেমনি খারাপ বলে বাউন্ডারি তুলে নেন তারা। ফলে দশওভার শেষে তেমন কোন ঝুঁকি না নিয়েই ৬৮ রানে পৌঁছে যায় মুম্বাই।
কিন্তু একাদশ ওভারে নকিয়ার বলে ভেঙে পড়ে এই পার্টনারশিপ। ২৬ রানের সুন্দর ইনিংস খেলে দুর্ভাগ্যজনক ভাবে প্লেড অন ডিকিক।তবে মারমুখী মেজাজ ছাড়েননি ঈশান কিশান। পরের ওভারেই রাবাডার বলে দুরন্ত ওভারবাউন্ডারি তুলে নিয়ে ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে নিজের বিধ্বংসী অর্ধশতক পূর্ন করেন তিনি। হাফসেঞ্চুরি পূর্ণ হতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ঈশান কিশান। ম্যাচে দুর্দান্ত বোলিং করা অশ্বিনের বিরুদ্ধেও সুন্দর অনড্রাইভে বাউন্ডারি তুলে নেন তিনি। যোগ্য সঙ্গত দেন সূর্য কুমার যাদবও।
শেষ অবধি ঈশানের অপরাজিত ৭২ এবং সূর্য কুমার যাদবের ১২ রানের ক্যামিওর দৌলতে ৩৪ বল বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় মুম্বাই।