দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএল ভাবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজেস হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বিপক্ষের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে আজ শুরুটা মোটেই ভাল হয়নি ব্যাঙ্গালোরের।তৃতীয় ওভারেই ফর্মে থাকা দেবদত্তের মিডিল স্টাম্প উপড়ে দেন সন্দীপ শর্মা। ফলে বড় রানের ভিত তৈরির সমস্ত গুরুদায়িত্ব ছিল অধিনায়ক কোহলি এবং ফিলিপির ওপর। কিন্তু আজ ব্যর্থ হন কোহলিও। সন্দীপ শর্মার বলে উইলিয়ামসনের সুন্দর ক্যাচের সৌজন্যে মাত্র ৭ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস।
তবে গত দিনের মতো আজও ভালো শুরু করেন ফিলিপি।একা হাতে যতটা সম্ভব রানের গতি বজায় রাখার চেষ্টা করেন তিনি। সঙ্গত দেবার চেষ্টা করেছিলেন ডিভিলিয়ার্সও। কিন্তু ২৪ বলে একটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৪ রানের ‘রান এ বল’ ইনিংস খেলেই শাবাজ নাদিমের শিকার হন তিনি। ফলত চাপের মুখে বড় শট নিতে গিয়ে রাশিদ খানের বলে সীমানার ধারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফিলিপিও। চারটি চারের সাহায্যে ৩১ বলে আজ তার সংগ্রহ ছিল ৩২ রান।
ফলে শুরু হয় আরসিবির পরিচিত সম্মানজনক স্কোরে পৌঁছানোর লড়াই। গুরকিরাত সিংহ মান এবং ওয়াশিংটন সুন্দরের কাঁধে ভর করে কিছুটা পৌঁছলেও ১৮তম ওভারে ২১ রানে সুন্দরকে ফিরিয়ে দিয়ে প্রতিরোধ ভেঙে দেন টি নটরাজন।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। পিচ ধীর গতির হলেও শারজায় এই স্কোর যে মোটেই যথেষ্ট নয় এ নিয়ে কোন সন্দেহ নেই। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট তুলে নেন সন্দীপ শর্মা এবং জেসন হোল্ডার।