25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

  আইএসএল প্রমো তে মোহনবাগানের অপমান! কেন জেনে নিন

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এটিকের মোহনবাগানের আইএসএলের প্রোমো ভিডিও ক্ষিপ্ত সবুজ মেরুন সমর্থকরা দেখে। আইএসএলের অফিসিয়াল পেজের তরফে একটি প্রমো করানো হয় সৌরভ গাঙ্গুলীকে দিয়ে। সেই ভিডিওই নাকি মোহনবাগান সমর্থক দের আবেগকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ অনেকের। ভিডিওতে দেখা যায় সৌরভ গাঙ্গুলী বলছেন, ছয় বছর আগে এই বাংলার মাটিতে শুরু হয়েছিল দুটি দলের আবেগের লড়াই।

  সবুজ মেরুন সমর্থকদের বক্তব্য কিভাবে একজন নামী আইকন প্রোমোতে এই ধরনের কথা বলতে পারেন?কিসের ভিত্তিতে তিনি বলতে পারেন ছয় বছর আগে জন্ম মোহনবাগান আবেগের?মোহনবাগান ক্লাবের জন্ম হয়েছিল ১৮৮৯ সালে।১৯১১ সালে ব্রিটিশ ইস্ট ইয়র্ক দলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিয়েছিল তারা। এত দিনের পুরনো যে দল তার আবেগ মাত্র ছয় বছরের?

  গত পাঁচ ঘণ্টায় ভিডিওটি দেখেছেন প্রায় ৩৭ হাজার মানুষ। সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ডিজলাইক করেছেন ভিডিওটিকে। শুধু তাই নয় সৌরভের নামে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই। অনেকে তাকে পদলোভী বলেও উল্লেখ করেছেন। শেষ অবধি এই বিষয়ে পাল্টা টুইট করেন মোহনবাগানের অন্যতম ডিরেকটর তথা অর্থ সচিব দেবাশীষ দত্ত। তিনি লেখেন,” আমরা এটিকে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানাতে পারি, আমাদের ক্লাব সদস্য- সমর্থকদের সম্মান যাতে সর্বদা অক্ষুন্ন থাকে সেদিকে সব সময় আমাদের নজর থাকবে। ক্লাব ম্যানেজমেন্টও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবে।”

  ভিডিওর অন্যান্য অংশ নিয়েও উঠেছে নানা প্রশ্নচিহ্ন। যেমন ভিডিওর একটি অংশে দেখা যাচ্ছে এটিকে ও মোহনবাগানের জার্সি একসঙ্গে ওয়াশিং মেশিনে চোবানো হচ্ছে। লাল হলুদ সমর্থকদের একাংশ বলছেন এতদিনে বোঝা গেছে ওয়াশিং মেশিনেই দুটি ক্লাবের জন্ম। এছাড়া ভিডিওতে ইস্টবেঙ্গল সমর্থকদের দেখানো নিয়েও প্রশ্ন তুলেছেন মোহনবাগান সমর্থকরা তাদের প্রোমোতে ইস্টবেঙ্গলকে না দেখালে মোহনবাগানের গরিমা এতোটুকু কমত না। এটিকে মোহনবাগান সংযুক্তির পর থেকেই একটা ক্ষোভ ছিল সমর্থকদের মনে। অনেকেই মনে করেছিলেন ক্লাব নিজেদেরকে বেচে দিল কর্পোরেটের কাছে। এই ভিডিওর ফলে সেই পুরনো ক্ষোভ আবার চাগাড় দিয়ে উঠেছে। অনেকেই চাইছেন মোহনবাগানের আগে এটিকে নামটি সরিয়ে দেওয়া হোক।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

  ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

  ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

  বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

  বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...