দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএল ভাবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজেস হায়দ্রাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজ শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের। সন্দীপ শর্মা, রাশিদ খান ও জেসন হোল্ডারের দাপটে দ্রুত ফিরে যান বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, দেবদত্ত পাডিক্কল সকলেই। ৩২ রানের ইনিংস খেলে ফিলিপি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ১২০ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ওয়ার্নারকে দ্রুত হারালেও সাবধানী হাতে ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋদ্ধিমান সাহা এবং মনিশ পান্ডে। আউট হবার আগে অবধি এই লো স্কোরিং ম্যাচে ১৯ বলে তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ রানের গুরুত্বপূর্ণ যোগদান দেন পান্ডে। গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই শুরু করেন ঋদ্ধিমান। এই বিষাক্ত পিচেও পেস এবং স্পিনের বিরুদ্ধে তিনি ছিলেন একই রকম সতস্ফুর্ত। প্রথমে মনিশ পান্ডে এবং পরে উইলিয়ামসনকে সাথে নিয়ে হায়দ্রাবাদের তরী তীরে ভেড়ানোর চেষ্টা করেন তিনি।
১১ তম ওভারে মাত্র ৩২ বলে চারটি চার ও একটি ছয় দিয়ে সাজানো ৩৯ রানের নিখুঁত ইনিংস খেলে চাহালের লেগস্পিনে স্টাম্প হয়ে তিনি যখন সাজঘরে ফেরেন দল তখন বেশ কিছুটা বিপদমুক্ত। কিন্তু ১৩ তম ওভারে ৮ রানে উইলিয়ামসনকে ফিরিয়ে ম্যাচের অভিমুখ আবার কিছুটা বদলে দেন ইসুরু উদানা।
কিন্তু ম্যাচে নতুন করে আজ আর কোন টুইস্ট আসতে দেননি ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার। ইসুরু উদানা এবং নবদীপ সাইনির বলে পরপর দুটি ছয় এবং একটি চার তুলে নিয়ে ব্যবধান কমিয়ে দেন তিনি। ফলতো পঞ্চম উইকেট হিসেবে ৮ রানে অভিষেক শর্মা আউট হলেও ষষ্ঠ জয়ের মুখ দেখতে তেমন কোন অসুবিধা হয়নি সানরাইজেস হায়দ্রাবাদের।
শেষ পর্যন্ত জেসন হোল্ডারের অপরাজিত ২৬ রানের ক্যামিওর দৌলতেই ৩৫ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় তারা। এই জয়ের ফলে আপাতত হায়দ্রাবাদ উঠে এল লীগ টেবিলের চতুর্থ স্থানে।