দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলে নিজেদের শেষ চারের লড়াই বজায় রাখতে মরিয়া হয়ে মাঠে নামছে পাঞ্জাব। বিপক্ষীয় দল চেন্নাই সুপার কিংসের হারানোর কিছু নেই। কিন্তু সম্মান বাঁচানোর লড়াইয়ে আজ তারা চাইবে পাঞ্জাবকে পিছনে ফেলে দিতে।
পাঞ্জাবের পক্ষ থেকে দেখতে হলে শুরুর দিকে দল সত্যিই ততো ভালো প্রদর্শন করতে পারেনি যতটা উপাদান ছিল তাদের মধ্যে। কিন্তু ক্রিস গেইল দলে আসার পরেই ভাগ্য ফেরে পাঞ্জাবের। ছটির মধ্যে পরপর পাঁচটি ম্যাচ জিতে নেয় তারা। গত ম্যাচে হারলেও ব্যতিক্রম এখনও যথেষ্ট শক্তিশালী পাঞ্জাবের। ক্রিস গেইল, নিকোলাস পুরান, কে এল রাহুল বিধ্বংসী হয়ে উঠতে পারেন যেকোনো দিন। চোট গ্রস্ত মায়াঙ্ক আগারওয়াল বাইরে থাকায় দলের ব্যাটিং ধার কিছুটা কমেছে বটে কিন্তু ওপেনিংয়ে মনদীপ সিংহ নিজের নামের প্রতি সুবিচার করেছেন।
বোলিংয়ের ক্ষেত্রে পাঞ্জাবির চিন্তা অবশ্য ব্যাটিংয়ের তুলনায় কিছুটা বেশি। মহম্মদ শামি, ক্রিস জর্ডানরা সাধ্যমত চেষ্টা করলেও শেষের ওভারগুলিতে যথেষ্ট রান লিক করে ফেলছে পাঞ্জাব। স্পিন বিভাগের রবি বিশনোই এবং মুরুগান অশ্বিন নিজেদের প্রভাব বজায় রাখলেও চেন্নাই ব্যাটসম্যানরা আজ তাদের বিরুদ্ধে কী ধরনের রণনীতি ব্যবহার করে সেটাই এখন দেখার।
অপরপক্ষে চেন্নাইয়ের ক্ষেত্রে গত দুই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় যথেষ্ট ভাল প্রদর্শন করে চেন্নাই শিবিরে খুশির বসন্ত এনে দিয়েছেন। ভালো সঙ্গ দিয়েছেন অম্বতি রাইডুও। তবে আজকের ম্যাচে পাঞ্জাবের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে জয় তুলে নিতে গেলে অন্তত তিন চার জন ব্যাটসম্যান কে নিজেদের হাত খাড়া করতে হবে। শেন ওয়াটসন বা ফ্যাফ ডুপ্লেসি আজ লাইনআপে যিনিই থাকুন না কেন ঋতুরাজের সঙ্গ দিতে হবে তাকেই। অন্যদিকে মিডল অর্ডারে ধোনি স্যাম ক্যুরান এবং রবীন্দ্র জাদেজাকে নিজেদের সর্বোত্তম প্রদর্শন করতে হবে আজকের ম্যাচ জিতে নিতে হলে।
বোলিংয়ের ক্ষেত্রে ক্রিস গেইলের বিরুদ্ধে দীপক চাহার, লুঙ্গি এনগিডি, ইমরান তাহিররা কি ধরনের স্ট্রাটেজি প্রয়োগ করবেন সেটাই এখন দেখার। শুধু ক্রিস গেইল নয় আটকাতে হবে নিকোলাস পুরান এবং কেএল রাহুলকেও। তবেই কম রানের মধ্যে পাঞ্জাবকে বাঁধতে পারবে চেন্নাই।
কিংস ইলেভেন পাঞ্জাব (সম্ভাব্য দল):কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার),মায়াঙ্ক আগারওয়াল/মনদীপ সিংহ,ক্রিস গেইল, নিকোলাস পুরান,গ্লেন ম্যাক্সওয়েল, অর্শদীপ সিংহ ,মুরুগান অশ্বিন, রবি বিশনোই, ক্রিস জর্ডন ,মহম্মদ শামি।
চেন্নাই সুপার কিংস (সম্ভাব্য দল) : ঋতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডুপ্লেসিস,অম্বতি রাইডু ,মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), স্যাম ক্যুরান,নারায়ন জগদীশন, শার্দুল ঠাকুর/রবিশ্রীনিবাসন সাই কিশোর ,রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, ইমরান তাহির,দীপক চাহার।