দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ দুবাইয়ে দ্বিতীয় ডবল হেডারে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস। শেষ চারে যাবার সম্ভাবনা জীবিত রাখার শেষ সুযোগ রয়েছে আজ কেকেআরের কাছে। আজ তাদের হারাতে হবে স্টিভ স্মিথের বিধ্বংসী রাজস্থানকে।
দুই দলের ক্ষেত্রেই বড় সত্যিটা হল সম্ভাবনা অনুযায়ী পারফর্ম করতে পারেনি কেউই। আর তার একটা বড় কারণ হিসেবে রয়েছে অধিনায়কের একাধিক ভুল সিদ্ধান্ত। আইপিএলের মধ্য পর্বে নিজেদের অধিনায়কও পরিবর্তন করেছে কেকেআর। দীনেশ কার্তিক ব্যাটন তুলে দিয়েছেন ইয়ন মর্গ্যানের হাতে। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি তাছাড়া আন্দ্রে রাসেল বাইরে থাকায় দলের ভারসাম্যও কিছুটা নড়েছে। একথা ঠিক যে আজকের ম্যাচে জিততে হলে আগের সমস্ত ভুলকে সরিয়ে রেখে আবার নতুন করে শুরু করতে হবে কলকাতাকে। নীতিশ রানা গত দু’ম্যাচে গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন। সাথী শুভমান গিলকে আরেকটু দ্রুত রান তলার দিকে মনোযোগ দিতে হবে। তিন নম্বরে আসা দরকার অধিনায়কর নিজের। নাহলে ইনিংসে বেশি বল খেলার সুযোগ পাচ্ছেন না মর্গ্যান। কিন্তু কেকেআরের ক্ষেত্রে বড় রান তুলতে হলে প্রথম থেকে তার শেষ অবধি থাকা একান্ত জরুরী।
বোলিংয়ের ক্ষেত্রে ফার্গুসন আসার পর জোরে বোলিংয়ের সক্ষমতা যে অনেকটাই বেড়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই। সে ক্ষেত্রে বরুণ চক্রবর্তীর পাশাপাশি দুবাইয়ের স্পিন-সহায়ক উইকেট আজ কুলদীপ যাদব সুযোগ পান কিনা সে দিকেই নজর থাকবে সকলের।
অন্যদিকে রাজস্থান শেষ কয়েকটি ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে যেকোন দলের পক্ষেই তারা যে যথেষ্ট বিপদজনক এনিয়ে কোন সন্দেহ নেই। তবে নিচে এখনো নিজেকে সম্পূর্ণ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না জস বাটলার। সেক্ষেত্রে আজ তাকে বেন স্টোকসের সঙ্গে উপরে পাঠানো হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে ওপেনিংয়ে যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন বেন স্টোকস। গত দু ম্যাচে একটি শতরান এবং একটি অর্ধশত রান তুলে নিয়েছেন তিনি। বহু সমালোচনার পরেও তার ওপরে যে আস্থা রেখেছিলেন স্টিভ স্মিথ, তাই এখন কার্যকরী প্রমাণিত হয়েছে। তাই কেকেআরের সামনে আজকে লড়াইটা যে অত্যন্ত কঠিন এ নিয়ে কোন সন্দেহ নেই।
যদিও বোলিংয়ের ক্ষেত্রে এখনো রাজস্থান বড় বেশি জোফরা আর্চার নির্ভর, কিন্তু গত ম্যাচে যথেষ্ট ভালো প্রদর্শনের চেষ্টা করেছেন বরুণ অ্যারন এবং এবং কার্তিক তিয়াগী।স্পিন বিভাগে আরেকটু দায়িত্ব নিতে হবে শ্রেয়াস গোপাল এবং রাহুল তেওয়াটিয়াকে।
রাজস্থান রয়্যালস (সম্ভাব্য দল): স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার (উইকেট কিপার),সঞ্জু স্যামসন,রবিন উথাপ্পা,রিয়ান পরাগ রাহুল তেওয়াটিয়া, বেন স্টোকস ,শ্রেয়স গোপাল,জোফরা আর্চার,জয়দেব উনাদকাট/বরুণ অ্যারন ,কার্তিক তিয়াগী।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য দল): শুভমান গিল,সুনীল নারিন , নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট কিপার),ইয়ন মর্গ্যান, রাহুল ত্রিপাঠী, লকি ফার্গুসন, প্যাট কামিন্স/আন্দ্রে রাসেল,শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং প্রসিদ্ধ কৃষ্ণা।