দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস। শেষ চারে পৌঁছানোর লক্ষ্যে আজ দুই দলই মরিয়া জয় তুলে নিতে। কলকাতার পক্ষে অবশ্যই লড়াইটা আজ বেশ কঠিন। তার উল্টো দিকে রয়েছেন বেন স্টোকসের মত মারকুটে ব্যাটসম্যান।
প্রথম দিকে যেমন সফল না হলেও গত দু’মাসে নিজের নামের প্রতি যথাযোগ্য সুবিচার করেছেন স্টোকস। তার ঝোলায় এখন রয়েছে একটি বিধ্বংসী শতরান এবং একটি অর্ধশতরান। তাই রাজস্থান রয়েলসের মুখ্য ট্রাম্পকার্ড এখন তিনি। আর কলকাতার জন্য এই ম্যাচ জিততে হলে বেন স্টোকসকে তাড়াতাড়ি ফেরানো ভীষন জরুরী।
এই কারণেই কেকেআর শিবিরে এখন তৎপরতা বেন স্টোকসের দুর্বলতা এবং শক্তিশালী দিকগুলিকে চিনে নেবার জন্য।স্টোকসকে আটকাতে আজ কলকাতার রণনীতি কি? সে বিষয়ে বলতে গিয়েই সামনে এল কলকাতা শিবিরের একটি টুইট। যেখানে কামলেশ নাগরকটি বলেছেন স্টোকসকে আটকানোর পরিকল্পনার কথা।
এই ভিডিওবার্তায় নাগরকোটি বলেন, ‘ওর (স্টোকসের) শক্তিশালী দিক ও দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে। সেই বিশ্লেষণ মতোই বোলাররা পরিকল্পনা করেছি কীভাবে ওকে আক্রমণ করা হবে। সেই অনুযায়ী আমরা অনুশীলনও করেছি।’