দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃগত ম্যাচে দিল্লির বিরুদ্ধে অসাধারণ জয়ের পর মুম্বাইয়ে রোহিত শর্মার অনুপস্থিতির চাপ বেশ কিছুটা ফিকে করে দিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু স্বাভাবিকভাবেই মুম্বাই তারকা কবে দলে ফিরবে সেই নিয়ে যথেষ্ট উদগ্রীব ক্রিকেট ভক্তরা।তার চোট এই মুহূর্তে কতটা সেটা নিয়েও মুখ খোলেনি মুম্বাই ইন্ডিয়ান্স শিবির।
অনেক সময়ই ফ্র্যাঞ্চাইজিগুলির বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে যা সকলের সামনে প্রকাশ করতে চায় না তারা, রোহিত শর্মাকে দলের বাইরে রাখ এমনই কোন স্ট্র্যাটেজির অঙ্গ কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। গত ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর কোন রাখঢাক না করে সোজাসুজি অধিনায়ক পোলার্ডকে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে জিজ্ঞাসা করেন, রোহিতের কি খবর তিনি কবে দলে ফিরতে পারেন এ নিয়ে কিছু বলুন।
সোজাসুজি কোন উত্তর না দিলেও কিরণ বলেন, ও(রোহিত) এখন সুস্থতার পথে। হয়তো সামনের দিনে আমরা তাকে দলে দেখতে পাবো।
সূত্রের খবর অনুযায়ী লীগের শেষ ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন রোহিত। আগামী ৩ নভেম্বর সানরাইজেস হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মুম্বাই পল্টন। সেই ম্যাচে রোহিত আদৌ ফিরতে পারেন কিনা সে দিকেই এখন চোখ থাকবে সমস্ত ক্রিকেটভক্তদের।