দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চেন্নাই সুপার কিংসের হয়ে পরের বছর তাকে মাঠে দেখা যাবে কিনা, এ নিয়ে জল্পনার অভাব ছিল না ক্রিকেট ভক্ত এবং বিশ্লেষকদের মধ্যে। এ বছরের মতো চেন্নাইয়ের আইপিএল মরসুম শেষ হচ্ছে আজ। আইপিএল খুব একটা ভালো যায়নি চেন্নাইয়ের জন্য, আজকের ম্যাচে জয় পেলেও অষ্টম স্থানেই শেষ করতে হবে মাহি ব্রিগেডকে।
তাই প্রশ্ন উঠেছিল এভাবেই কি নিজের দুরন্ত আইপিএল সফর শেষ করে চলে যাবেন ধোনি। যেমন একসময় নীরবে তিনি সরে দাঁড়িয়েছিলেন একদিনের ক্রিকেট থেকে। একদিনের ক্রিকেটে ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল হারার পর আর মাঠে দেখা যায়নি ধোনিকে। এবারের আইপিএলে যেভাবে ভক্তদের উদ্দেশ্যে এবং দ্বিপক্ষীয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বারবার নিজের জার্সি বিতরণ করেছেন ধোনি, তাতে অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো মাহির শেষ আইপিএল।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসের সময় তাই আজ এই স্বাভাবিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার দিকে জিজ্ঞেস করা হয় হলুদ কাপড়ে এটাই কি মাহির শেষ আইপিএল। ছোট্ট জবাবে অনেকটা স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বলকে মাঠের বাইরে পাঠিয়ে দেন ধোনি, “ডেফিনেটলি নট”।
তারই ছোট্ট জবাবেই আবার মেতে ওঠে চেন্নাই ফ্যানেরা। অন্তত পরের বছর আবার হলুদ কাপড়ে দেখা যাবে চেন্নাই অধিনায়ককে। আবার উইকেটের পিছনে থেকে দেখা যাবে নেতৃত্বের নতুন রং।